Home / আন্তর্জাতিক / ১৫ বছর পর ফেসবুকেই মেলাল মা-ছেলেকে
১৫ বছর পর ফেসবুকেই মেলাল মা-ছেলেকে

১৫ বছর পর ফেসবুকেই মেলাল মা-ছেলেকে

‎Monday, ‎06 ‎July, ‎2015  02:12:58 AM

আন্তর্জাতিক ডেস্ক:

মা ও ছেলের দেখা হল ১৫ বছর পর। তা-ও আবার ফেসবুকের মাধ্যমে। না, কোনো সিনেমার গল্প নয়। এরকমটাই হলো ক্যালিফোর্নিয়ায়। আপাতত ভীষণ খুশি জোনাথন ও তার মা।

বছর ১৫ আগে বাবা অপহরণ করে নিয়ে গিয়েছিল জোনাথনকে। নিয়ে গিয়েছিল মেক্সিকোতে। এরপর আর মায়ের সঙ্গে দেখা হয়নি। গত বছর ১৮ বছর বয়স হয় জোনাথনের। তখনই নিজের ছোটবেলার একটা ছবি পোস্ট করে সে। সেই ছবি মায়ের চোখে পড়ে যায়। তারপরই শুরু হয় যোগাযোগ। অবশেষে দেখা। বারবার ফেসবুককে ধন্যবাদ জানালেন জোনাথনের মা।

চাঁদপুর টাইমস : ডেস্ক/ডিএইচ/২০১৫।

চাঁদপুর টাইমস প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না