Home / চাঁদপুর / চাঁদপুরে ইজতিমা বন্ধের দাবিতে স্মারকলিপি
ijtema chandpur

চাঁদপুরে ইজতিমা বন্ধের দাবিতে স্মারকলিপি

আগামী ২০১৯ সালে বিশ^ ইজতিমা ঢাকা টঙ্গী ময়দানে হওয়া এবং চাঁদপুর জেলায় কোন আঞ্চলিক ইজতিমা না হওয়ার দাবী জানিয়ে জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খানের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রোববার (১৪ অক্টোবর) দুপুর ১২টায় স্মারকলিপি প্রদান করেন চাঁদপুর জেলা ওলামা হযরত ও তাবলীগের সাথীদের পক্ষে মাওলানা এমদাদুল্লাহ।

এ সময় কাকরাইল তথা আলেমাশুরার পক্ষে উপস্থিত ছিলেন মাওলানা রফিকুল ইসলাম, হুমায়ুন গাজী ও মো. ইদ্রিস।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, পূর্বের ঘোষিত বাংলাদেশ সরকারের সাথে সমন্বয় করে বাংলাদেশে আগামী ২০১৯ সালে বিশ^ ইজতিমা ঢাকা টঙ্গী ময়দানে ১৮, ১৯ ও ২০ জানুয়ারী প্রথম পর্ব এবং ২৫, ২৬ ও ২৭ জানুয়ারী দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে। প্রথম পর্বে, চাঁদপুর জেলাসহ ৩২ জেলা এবং দ্বিতীয় পর্বে হবে বাকী ৩২ জেলার ইজতিমা।

আহলে শুরা কাকরাইলের সিদ্ধান্ত অনুযায়ী ২০১৮ ও ২০১৯ সালে জেলায় জেলায় আলাদাভাবে কোন ইজতিমা হবে না। চলতি বছরের ১৩ সেপ্টেম্বর আহলে শুরা বাংলাদেশের পক্ষে মাওলানা জুবায়ের তথা কাকরাইলের পত্র দ্বারা বাংলাদেশের প্রত্যেক জেলায় জিম্মাদার সাথীগণ, প্রশাসন ও রাজনৈতিক ব্যাক্তিদেরকে অবহিত করা হয়েছে।

এ সংক্রান্ত আগের প্রতিবেদন- নভেম্বরে চাঁদপুরে শুরু হচ্ছে ইজতেমা

স্টাফ করেসপন্ডেন্ট

Leave a Reply