Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / প্রেসক্লাব ফরিদগঞ্জের সাথে নবাগত ওসির মতবিনিময়
PressClub Faridgonj

প্রেসক্লাব ফরিদগঞ্জের সাথে নবাগত ওসির মতবিনিময়

প্রেসক্লাব ফরিদগঞ্জ’র সাংবাদিকদের সাথে থানার নবাগত অফিসার ইনচার্জ মুহা. হারুন অর রশিদ চৌধুরী মতবিনিময় করেছেন। রবিবার (১৪ অক্টোবর) বিকেলে ওসি’র কার্যালয়ে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নবাগত ওসি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘ ফরিদগঞ্জে চুরি-ডাকাতি রোধ সহ আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সহযোগীতা চাই। আপনারা পুলিশকে জনস্বার্থে তথ্য দিয়ে সহযোগীতা করুন। পুলিশের দায়িত্ব জননিরাপত্তা নিশ্চিত করা।’ তিনি গুরুত্ব দিয়ে আরো বলেন, ‘চুরির ঘটনা তদন্তে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। কোন অপরাধী ছাড় পাবে না। কথায় নয়, জনস্বার্থে আমার কাজ দিয়েই তা প্রমান করে দিতে চাই।’

এসময় প্রেসক্লাব ফরিদগঞ্জের পক্ষ থেকে নবাগত ওসির প্রতি আহ্বান জানিয়ে সাংবাদিকরা বলেন ‘অপরাধী ছাড়া নিরপরাধ কাউকে যেনো হয়রানি করা না হয়। এছাড়া ফরিদগঞ্জে সাম্প্রতি ঘটে যাওয়া গৃহস্থের গরু চুরিসহ অহরহ ঘটে যাওয়া অন্যান্য চুরি রোধকল্পে পুলিশি ব্যবস্থা জোরদার করা জরুরি। একই সাথে চিহ্নিত অপরাধী ও আদালত কর্তৃক দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত পুলিশের পক্ষ থেকে অভিযুক্ত কোন ব্যক্তির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ না করার আহ্বান জানান সাংবাদিকরা। মতবিনিময় সভায় নবাগত ওসি(তদন্ত) তৌহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব ফরিদগঞ্জের সভাপতি প্রভাষক মো. মহিউদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান সোহাগ, সদস্য এস এম মিজানুর রহমান, এমকে মানিক পাঠান, দেলোয়ার হোসেন বেলাল, এনামূল হক খোকন, টিপু পাঠান, জসিম উদ্দিন মেম্বার, এমরান হোসেন লিটন, মাছুম তালুকদার, এস এম ইকবাল, নূরে আলম টুটুল, মো. শিমুল হাছান, আবুল হাসনাত, কে এম হাসান, আব্দুল কুদ্দুস, মাহাবুব আলম রুবেল প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি
১৪ অক্টোবর, ২০১৮

Leave a Reply