Home / জাতীয় / অর্থনীতি / বুধবার আয়কর রিটার্ন জমার শেষদিন
বুধবার আয়কর রিটার্ন জমার শেষদিন

বুধবার আয়কর রিটার্ন জমার শেষদিন

বুধবার (৩০ নবেম্বর ) শেষ হচ্ছে আয়কর সপ্তাহ। একই সাথে কালই আয়কর রিটার্ন জমা দেয়ার শেষ দিন। এরপর আর জমা নেয়া হবে না কোনো আয়কর রিটার্ন। তবে আবেদন করে বিলম্ব ফি দিয়ে দেয়া যাবে আয়কর।

সপ্তাহব্যাপি আয়কর রিটার্ন জমা দেয়ার আয়োজন ছিলো এনবিআরের। আয়কর সপ্তাহ ঘিরে করদাতাদের বিভিন্ন সহযোগিতা দিচ্ছে রাজস্ব বোর্ড। আয়কর মেলার মতোই এসময় নানা সুবিধা পেয়েছেন করদাতারা। বিভিন্ন কর অঞ্চলে জমা নেয়া হচ্ছে আয়কর রিটার্ন।

আর সময় বাড়বে না বলে ভিড়ও ছিলো কর অফিসে। এবছর অর্থবিল পাশ করে আয়কর রিটার্ন জমা সময়সীমা বেঁধে দেয়ার কারণে আগের মতো আর বাড়বে না কর দেয়ার শেষ সময়সীমা।

এসময়ের মধ্যেই কর দিতে তাই ভিড় করছেন বিভিন্ন শ্রেণি-পেশার করদাতারা। ব্যবসায়ী ও চাকুরিজীবীরা ব্যস্ত আয়কর রিটার্ন জমা দেয়ার কাজে।

সরকারি চাকুরিজীবীদের জন্য এবার কড়াকড়ি করেছে সরকার। যাদের বেতন ১৬ হাজার টাকা তাদেরও আয়কর রিটার্ন জমা দেয়ার নির্দেশ দিয়েছে সরকার। যদি কেউ রিটার্ন জমা না দেন তবে তার বেতন বন্ধের হুমকিও দেয়া হয়েছে।

নিউজ ডেস্ক ।। আপডটে, বাংলাদশে সময় ৬ :১১ পিএম, ২৯ নভেম্বর ২০১৬, মঙ্গলাবার
এইউ

Leave a Reply