Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তিতে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত
আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত

শাহরাস্তিতে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত

শাহরাস্তিতে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মহান একুশে ফেব্রুয়ারি আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাত ১২:১ মিনিটে উপজেলা পরিষদ কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তক অর্পন করেছেন স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম।

২১ ফেব্রুয়ারি শুক্রবার সকালে উপজেলা প্রশাসন ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম, এমপি। উপজেলা সহকারী শিক্ষা অফিসার জহিরুল ইসলামের সঞ্চালণায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহরাস্তি পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ ইরান, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল।

এ সময় আরো উপস্থিত ছিলেন করফুল্লেনেছা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ, উপজেলা প্রকৌশলী রেজওয়ানুর রহমান, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ আলম (এলএলবি), মেহের ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান বিএসসি, শাহ্ জাহান পাটোয়ারী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসান উল্ল্যাহ চৌধুরী, নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কান্তি দত্ত সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে মাতৃ ভাষা দিবস উপলক্ষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরুষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।

মোঃ জামাল হোসেন