Home / শীর্ষ সংবাদ / পরিবারের দাবি করোনা নয় হৃদরোগে মৃত হাজীগঞ্জের আকবরকে আমেরিকায় দাফন
আমেরিকায় দাফন

পরিবারের দাবি করোনা নয় হৃদরোগে মৃত হাজীগঞ্জের আকবরকে আমেরিকায় দাফন

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ধড্ডা গ্রামের কৃতি সন্তান আকবর মজুমদারকে আমেরিকায় দাফন করা হয়েছে। ৩১ মার্চ মঙ্গলবার সকালে আমেরিকার নিউ জার্সিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। তবে পরিবারের একাংশ সদস্যরা বলছেন, হৃদরোগ আক্রান্ত হয়ে মারা গেছেন।

তবে মরহুমের ভাই আবু তাহের মজুমদার সুহিলপুর বাজারের ব্যবসায়ী। তিনি বলেন ‘আমার ভাইকে আমেরিকায় দাফন করা হয়েছে। সেখান থেকে কেউ বলছে করোনায় আবার কেউ বলছে হৃদরোগে মারা গেছে। আপনারা দোয়া করবেন।

ইউপি সদস্য হাবিবুর রহমান মোল্লা বলেন, আকবর মজুমদার করোণায় আক্রান্ত হয়ে মারা গেছে বলে আমরা জানতে পেরেছি। তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে আকবর মজুমদারকে আমেরিকায় দাফন করা হয়েছে।

ইউপি চেয়ারম্যান জাকির হোসেন লিটু বলেন আমেরিকা প্রবাসী আকবর মজুমদার করোনায় হয়ে মারা গেছে বলে জানতে পেরেছি, তবে আমি সম্পূর্ণ নিশ্চিত না। আকবরম মজমুদার উপজেলার ধড্ডা গ্রামের মজুমাদার বাড়ির সন্তান। মুত্যুকালে তিনি বাংলাদেশে স্ত্রী, ১ছেলে ১ মেয়েসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে যান।

এদিকে ৩১ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও পাঁচ বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে চারজন নিউইয়র্ক ও একজন নিউজার্সি অঙ্গরাজ্যে মারা যান। এ নিয়ে আমেরিকায় করোনাভাইরাসে আক্রান্ত ৩৫ জন বাংলাদেশির মৃত্যু হলো। এ সংক্রান্ত আগের প্রতিবেদন : যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে হাজীগঞ্জের প্রবাসী আকবরের মৃত্যু

প্রতিবেদক : মনিরুজ্জামান বাবলু, ১ এপ্রিল ২০২০