Home / ফিচার / আদর্শ শিক্ষক
No Pic Chandpur Times
এ সংবাদের সংশ্লিষ্ট ছবি প্রকাশ হয়নি।

আদর্শ শিক্ষক

★প্রথমত:
১. একজন আদর্শ শিক্ষক হবেন সুস্হ মনের অধিকারী।
২. তিনি হবেন ভারসম্যপূর্ন ব্যক্তত্বের অধিকারী।
৩. একজন আদর্শ শিক্ষক হবেন খোশ মেজাজের আধিকারী।

★মানব হিতৈষীঃ
১. একজন আদর্শ শিক্ষক হবেন মানব হিতৈষী।
২. শিক্ষার্থীর প্রতি হবেন দরদী মনের অধিকারী।
৩. শিক্ষার্থীরা তার কাছে নিজেদেরকে নিরাপদ বোধ করবে।
৪. শিক্ষার্থীরা যেন অবাধে তার কাছে মনের কথা ব্যক্ত করতে পারে।
৫. শিক্ষার্থীরা যেন শিক্ষকের জন্য মনের গভীরে অনুরাগ অনুভব করে।

★ সাম্যের অধিকারী
১. আদর্শ শিক্ষ সকলকে সমান চোখে দেখবেন।
২. সকলকেই স্নেহ করবেন।
৩. সকল ছাত্র ছাত্রীকে উন্নত করার চেষ্ট করবেন।
৪. ভালো ছাত্রদের প্রতি অতিরিক্ত স্নেহ প্রদর্শন করবেন না।
৫. কারো সাথে কোনো বিশেষ সম্পর্ক রাখবেন না।

★ মনো বিজ্ঞানী
১. একজন আদর্শ শিক্ষক হবেন একজন মনোবিজ্ঞানী
২. শিক্ষার্থীর সকল সঠিক বিষয়ে তথা পছন্দ অপছন্দ সমপর্কে অবগত থাকবেন।
৩. তিনি খোলা চোখ ওসচেতন মন নিয়ে শিক্ষার্থীদের পর্যবেক্ষণ করবেন।
৪. শিক্ষার্থীদের মনের নর্মল চাহিদাগুলো পূরণের সুযোগ করে দিবেন।
৫. সু কৌশলে ছাত্রদের অনাকাংখিত চাহিদাগুলোর শিকড় উপড়ে ফেলার জন্যেও সযত্নে চেষ্টা চালাবেন।
৬. শিক্ষার্থীদের থেকে খেদমত বা সহায়তা নেবার চেষ্টা করবেন না।
৭. শিক্ষক ছাত্রদের ব্যক্তিত্ব বিকাশের প্রচেষ্টায় পরামর্শ ও সহযোগিতা দান করবেন।
৮. ভালো কাজের জন্যে ছাত্রদের প্রশংসা করবেন। ছাত্রদের কৃতিত্ব ও অবদানের জন্য তাদের প্রশংসা করবেন।

পরিশেষে আল্লাহর নিকট এ বলে সাহায্য কামনা করছি! তিনি যেনো আমাদেরকে
আদর্শ জাতি গঠনে কবুল করেন- আমিন।

মাও. শামছুদ্দিন মাহমুদ
: আপডেট, বাংলাদেশ সময় ১০: ১০ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৭, রোববার
ডিএইচ

Leave a Reply