Home / চাঁদপুর / আজ থেকে সকল জামে মসজিদে জঙ্গি ও মাদক বিরোধী বয়ান শুরু

আজ থেকে সকল জামে মসজিদে জঙ্গি ও মাদক বিরোধী বয়ান শুরু

আজ শুক্রবার ৪ ডিসেম্বর থেকে চাঁদপুর জেলার সকল উপজেলার সকল জামে মসজিদে জুমার নামাজের পূর্বে ইমাম-খতিবগণ সমেবেত মুসল্লিদের উপস্থিতিতে জঙ্গি ও মাদক বিরোধী বক্তব্য রাখার জন্য ধর্ম মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা জারি করা হয়েছে তা’ করা হবে।

চাঁদপুর ইসলামিক ফাউন্ডেশন এর উপ-পরিচালক মো.খলিলুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান ,সম্প্রতি জঙ্গি তৎপরতা, মাদক ও সন্ত্রাস বিরোধী কার্যকলাপ বন্ধের জন্য জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুর জেলার সকল উপজেলার সকল জুমা মসজিদে জঙ্গি ও মাদক বিরোধী বক্তব্য পেশ করবেন ।

ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ মতে সকল মসজিদে চাঁদপুর ইসলামিক ফাউন্ডেশন এর পক্ষ থেকে এ ব্যাপারে চিঠি ও মেসেজ আকারে সকল খতি কে জানানো হয়েছে বলে উপ-পরিচালক মো. খলিলুর রহমান জানিয়েছেন।

চাঁদপুর জেলার ৮ উপজেলা ৭,২৪৬টি মসজিদের খতিবকে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ১,৩০০ মসজিদ ভিক্তিক শিশু শিক্ষালয়ের শিক্ষক ও সংশ্লিষ্ট সুপারভাইজারদের মাধ্যমে ইতিমধ্যেই এ মেসেস ও চিঠি প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান ।

এছাড়াও সরকারি নির্দেশ মাইকে আযান দেয়ার পূর্বে স্বাস্থ্যবিধি মেনে ও মাক্স ব্যবহার করে মসজিদে প্রবেশ করার জন্য মাইকে ঘোষণা দেয়ারও নির্দেশ রয়েছে ।

আবদুল গনি , ৪ ডিসেম্বর ২০২০