Home / জাতীয় / আগামি মাস থেকে ই-নামজারি হবে ক্যাশলেস : ভূমি সচিব
land
ছবি : সংগৃহীত

আগামি মাস থেকে ই-নামজারি হবে ক্যাশলেস : ভূমি সচিব

ভূমি সচিব মো.মোস্তাফিজুর রহমান বলেছেন,‘আগামি অক্টোবর মাস থেকে সারা দেশে সম্পূর্ণ ক্যাশলেস ই-নামজারি ব্যবস্থা নিশ্চিত করা হবে।

তিনি আজ মন্ত্রণালয়ে ভূমি ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ক এক সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন।

মোস্তাফিজুর রহমান বলেন, মানুষের ভোগান্তি লাঘব এবং জটিলতা এড়ানোর জন্য ই-নামজারি আবেদন ও নোটিশ ফির মতো নামজারি অনুমোদনের পর রেকর্ড সংশোধন ও খতিয়ান সরবরাহ ফি কেবল অনলাইনে গ্রহন করার পরিকল্পনা নেয়া হয়েছে।

তিনি বলেন, আগামি ৩০ সেপ্টেম্বরের পর থেকে নামজারি অনুমোদনের পর রেকর্ড সংশোধন ও খতিয়ান সরবরাহ ফি আর ম্যানুয়াল পদ্ধতিতে (ক্যাশে) দেয়া যাবেনা। এ সম্পর্কিত একটি পরিপত্র আমরা ইতোমধ্যে জারি করেছি।

ভূমি সচিব আরো বলেন,‘ আমরা চাচ্ছি নামজারির জন্য কারও যেন কোনো ভাবেই ১ হাজার ১৭০ টাকার বেশি অর্থ খরচ না হয়,তা নিশ্চিত করতে। এছাড়া, ডিসিআর ও খতিয়ানের কোনো ত্রুটি সংশোধনের জন্য কোনো ফি আমরা নেব না।’

সভায় ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান ড.অমিতাভ সরকার, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান সোলেমান খান সহ মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১৫ সেপ্টেম্বর ২০২২
এজি