Home / সারাদেশ / অজ্ঞাত দেহের পর এবার মাথা উদ্ধার
অজ্ঞাত দেহের

অজ্ঞাত দেহের পর এবার মাথা উদ্ধার

অবশেষে দশ দিন পর খণ্ডিত দেহের মস্তকটি খুঁজে পাওয়া গেছে। ২০ জুলাই সোমবার বিকেলে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার টাটেরা গ্রামের একটি পুকুর থেকে অজ্ঞাতনামা ওই যুবকের মস্তকটি উদ্ধার করে পুলিশ ব্যুৎক্রম অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

এর আগে গত ১০ জুলাই একই পুকুরে পাড়ে মস্তক বিহীন অজ্ঞাত ওই যুবকের মরদেহ উদ্ধার করেছিল ব্রাহ্মণপাড়া থানা পুলিশ। এর ঠিক ১০দিন পর এবার সেই খন্ডিত মস্তক উদ্ধার করে পিবিআই।

এসংক্রান্ত মামলার তদন্ত কর্মকর্তা ও কুমিল্লা জেলা পিবিআই এর এসআই ইব্রাহিম জানান, মস্তক ছাড়া মরদেহ উদ্ধারের পর ব্রাহ্মণপাড়া থানা পুলিশ বাদি হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি মামলা দায়ের করে। পরে গত ১৪ জুলাই মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) হস্তান্তর করে।

মামলাটি তদন্ত করতে গিয়ে জামাল হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে ওই ব্যক্তির স্বীকারোক্তি ও দেখানো মতে সোমবার পিবিআই অভিযান চালিয়ে পলিথিন মোড়ানো অর্ধগলিত মস্তকটি উদ্ধার করে।

আটক ব্যাক্তির কাছ থেকে এখনও অজ্ঞাত ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। তবে,ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছিল।

২১ জুলাই মঙ্গলবার এ বিষয়ে পিবিআই এর পক্ষ থেকে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।

প্রতিবেদক:জাহাঙ্গীর আলম ইমরুল, ২০ জুলাই ২০২০