Home / আন্তর্জাতিক / প্রবাস / স্বামী পেটানোয় তিন নম্বরে ভারত, বাংলাদেশ কত?
স্বামী পেটানোয় তিন নম্বরে ভারত, বাংলাদেশ কত?

স্বামী পেটানোয় তিন নম্বরে ভারত, বাংলাদেশ কত?

‘পারিবারিক নির্যাতন‍’ এই কথাটা বোধহয় আমরা সমাজে কমবেশি সকলেই শুনতে অভ্যস্ত। আর কথাটা শোনা মাত্রই কোনো স্বামীর বউ পেটানোর কথাই মাথায় আসে। তাই নয় কি? কিন্তু আমরা প্রায়শই ভুলে ‌যাই ‌যে পারিবারিক নির্যাতন বলতে ‍’পুরুষ-স্ত্রী‍’ উভয় লিঙ্গই বোঝায়।

একটা কথা শুনলে চমকে ‌যাবেন। একটি সমীক্ষা বলছে ভারতীয় মহিলারা নাকি বর পেটানোয় সারা বিশ্বে তিন নম্বরে? চমকে গেলেন নাকি? কথাটা শুনে মহিলারা বোধহয় একটু রেগে ‌গেলেন। কিন্তু মার্কিন ‌যুক্তরাষ্ট্রের একটি সমীক্ষা অন্তত তাই বলছে।

আর এই সমীক্ষায় মিশরীয়রা রয়েছেন নাম্বার ওয়ানে। আর ইউনাইটেড কিংডম রয়েছে দ্বিতীয় স্থানে। বিষয়টি দঃখজনক হলেও সত্য়ি। মানে মার্কিন সমীক্ষা তো এমনটাই বলছে। তবে তাদের প্রকাশিক সে সমীক্ষায় নেই বাংলাদেশ।

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ ১১ : ০০ পিএম, ১৩ সেপ্টেম্বর, ২০১৭ বুধবার
এইউ

Leave a Reply