Home / আরো / খেলাধুলা / যে বিশ্বাস বদলে দিয়েছে মুশফিকদের

যে বিশ্বাস বদলে দিয়েছে মুশফিকদের

ওয়ানডের পাশাপাশি টেস্টেও ভালো করতে শুরু করেছে বাংলাদেশ। গত এক বছরে টেস্টে এসেছে অভাবনীয় কিছু সাফল্য। এখন প্রতিটি ম্যাচেই জয়ের জন্য মাঠে নামে টাইগাররা। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সিরিজেকে ঘিরেও সবাই দেখছেন জয়ের মনোছবি।

কীভাবে বদলে গেল বাংলাদেশ, তার ব্যাখ্যা দিয়েছেন টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম।

‘আমরা একটা দল হিসেবে যখন বিশ্বাস করতে শুরু করলাম যে, আমরা পারি। তখন থেকেই বদলানোর শুরু। আর শুধু স্বপ্ন দেখলে হবে না, সেই অনুযায়ী সম্পদ থাকতে হবে। সে সামর্থ্যের ক্রিকেটার থাকতে হবে। এখন বাংলাদেশ দলে তা আছে। এজন্য উন্নতিটা বেশি। টেস্টেও আমাদের বিশ্বাসটা এসেছে।’

গত বছর ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে দেখা গিয়েছিল অন্যরকম বাংলাদেশকে। চট্টগ্রামে প্রথম টেস্টে দারুণ লড়াইয়ের পর মিরপুরে দ্বিতীয় টেস্টে জয় তুলে নেয় টাইগাররা। নিউজিল্যান্ডে গিয়ে জয় না পেলেও দেখা গেছে পারফরম্যান্সের ধারাবাহিকতা। এরপর শ্রীলঙ্কার মাটিতে নিজেদের শততম টেস্টে জয় তুলে নেয় বাংলাদেশ।

ভালো খেলতে পারার এই বিশ্বাস সামনের অজি সিরিজে এগিয়ে দেবে বলে মনে করেন মুশফিক। সেইসঙ্গে অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট খেলার আগে লম্বা সময় ধরে প্রস্তুতি নিতে পারাকে ইতিবাচক হিসেবে দেখছেন এক যুগ ধরে টেস্ট খেলা এই ক্রিকেটার।

মুশফিক বলেন, ‘১-০ তে পিছিয়ে থাকার পরও আমরা ইংল্যান্ডকে হারিয়েছি, শ্রীলঙ্কার মাটিতে ওদেরকে হারিয়েছি, এটা দলকে অনেক বিশ্বাস যোগায়। তারপরও বিরতিটা একটু বেশিই হয়ে গেছে। তবে গত ১২ বছরে এরকম প্রস্তুতি আমি প্রথম দেখেছি। টেস্ট ম্যাচের আগে ২ মাস সময়। আশা করব পুরোটা কাজে লাগানোর।’

২০১৫ সাল থেকে ওয়ানডে ক্রিকেট ভালো খেলছে বাংলাদেশ। র‌্যাঙ্কিংয়ে এখন সাত নম্বর দল। টেস্টে কি ওয়ানডের সাফল্যের প্রতিফলন দেখা যাচ্ছে?

মুশফিক বললেন, ‘ওয়ানডের প্রতিফলন শুধু নয়, আমি মনে করি, ব্যক্তিগতভাবে একজন ক্রিকেটার যখন বিশ্বমানের হয়ে যায়, সাকিব বলেন বা তামিম, তাদেরকে দেখে অনেক শেখার থাকে। তারা যদি পারে, সেই বিশ্বাসটা পরে দলে ছড়িয়ে পড়ে। তাছাড়া মাশরাফি ভাই আছেন, রিয়াদ ভাই, তারা ভালো খেললে তরুণরা অনেক অনুপ্রাণিত হয়। ভাবে, বড় ভাইরা ভালো খেলতে পারলে আমরা কেন পারব না।’(চ্যানেল আই)

নিউজ ডেস্ক:
আপডেট, বাংলাদেশ ৪:৩০ পি.এম, ৭আগস্ট ২০১৭,সোমবার।
এ.এস

শেয়ার করুন
x

Check Also

bisnopur football tornament

বিষ্ণুপুরে মাদক, বাল্যবিবাহ ও জঙ্গিবিরোধী ফটুবল টুর্নামেন্ট

চাঁদপুর ...