Home / জাতীয় / ২৯ ডিসেম্বর জেএসসি-জেডিসির ফল প্রকাশ

২৯ ডিসেম্বর জেএসসি-জেডিসির ফল প্রকাশ

চলতি বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি ও জেডিসি) পরীক্ষার ফল আগামী ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার প্রকাশিত হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে এ তথ্য জানান।

সচিব বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী ২৯ ডিসেম্বর আমাদের সময় দিয়েছেন। ওইদিন সকালে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ফলাফল তুলে দেব। এরপর দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে।’

অষ্টম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা গত ১ নভেম্বর শুরু হয়। পরীক্ষা শেষ হয় ১৭ নভেম্বর।

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সম ০৩ : ০০ এএম, ২১ ডিসেম্বর ২০১৬, বুধবার
ডিএইচ

শেয়ার করুন
x

Check Also

ইজতেমা মাঠে সংবাদ সম্মেলনের ঘোষণা

তাবলীগের ...