Home / চাঁদপুর / চাঁদপুর সদর উপজেলা ছাত্রদলের মতবিনিময়
চাঁদপুর সদর উপজেলা ছাত্রদলের মতবিনিময়

চাঁদপুর সদর উপজেলা ছাত্রদলের মতবিনিময়

চাঁদপুর সদর উপজেলা ছাত্রদলের মতবিনিময় সভা বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতির বক্তব্য রাখেন সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমান এইচ গাজী।

তিনি বলেন, ‘অন্যান্য জেলার তুলনায় চাঁদপুর জেলা ছাত্রদল অনেক শক্তিশালী। সকল আন্দোলন সংগ্রামে চাঁদপুরে ছাত্রদলের ভূমিকা রয়েছে। তার সাথে পাল্লা দিয়ে সদর উপজেলা ছাত্রদল এগিয়ে যাচ্ছে। আমি মনে করি আগামি আন্দোলন সংগ্রামেও ছাত্রদল ভূমিকা রাখবে।’
সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পীরজাদা জুনায়েদ উল্যাহ খানের পরিচালনায় বক্তব্য রাখেন, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আবু হানিফ কাকন, সোহেল মৃধা, আব্দুল আউয়াল, মো. শাহ আলম সহ বিভিন্ন ইউনিয়ন ছাত্র দলের নেতৃবৃন্দ।
পরে উপস্থিত সকলের সম্মতিক্রমে বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠনকল্পে সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়।

আশিকাটি ইউনিয়ন ছাত্রদলের সম্মেলন ২২জুলাই গাবতলী মাঠে, লক্ষ্মীপুর ইউনিয়ন ছাত্রদলের সম্মেলন ২৫ জুলাই হাইস্কুল মাঠে, বিষ্ণুপুর ইউনিয়ন ছাত্রদলের সম্মেলন ২৯ জুলাই ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে, শাহ্ মাহমুদপুর ইউনিয়ন ছাত্রদলের সম্মেলন ৫ আগষ্ট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে।

চাঁদপুর সদর উপজেলা ছাত্রদলের মতবিনিময়

About The Author

প্রতিবেদক- আশিক বিন রহিম

: আপডেট, বাংলাদেশ সময় ১১:০০ পিএম, ১৪ জুলাই ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ

Leave a Reply