Home / চাঁদপুর / এক যুক পূর্তিতে চাঁদপুর দিগন্তের বৃক্ষরোপণ
Diganta rally

এক যুক পূর্তিতে চাঁদপুর দিগন্তের বৃক্ষরোপণ

সত্য প্রকাশে অবিচল এই শ্লোগানকে সামনে রেখে দৈনিক চাঁদপুুর দিগন্ত পত্রিকার এক যুগপুর্তিতে বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুুর শহরস্থ আল-ইহসান মডেল মাদরাসার মাঠে এর আয়োজন করা হয়।

বৃক্ষ রোপনে উপস্থিত ছিলেন চাঁদপুুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট মো: শাহজাহান মিয়া, চাঁদপুুর পৌরসভার ১২নং ওয়ার্ড কাউন্সিলর মো:হাবিবুর রহমান দর্জি, দৈনিক চাঁদপুুর দিগন্তের নির্বাহী সম্পাদক মো: ইলিয়াছ পাটওয়ারী, বিশেষ প্রতিনিধি আবু সুফিয়ান ভুইয়া, আল-ইহসান মডেল মাদরাসার সহকারি প্রধান মাও: মো: আলাউদ্দিনসহ অন্যান্য শিক্ষার্থীবৃন্দ।

প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply