Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / চাঁদপুরে আলোর অনির্বাণ ফাউন্ডেশনের ঈদ উপহার
চাঁদপুর বড় স্টেশনে আলোর অনির্বাণ ফাউন্ডেশন এর উদ্যোগে বন্ধুবান্ধব ও শুভাকাংখিদের সহযোগিতায় মঙ্গলবার (১

চাঁদপুরে আলোর অনির্বাণ ফাউন্ডেশনের ঈদ উপহার

চাঁদপুর বড় স্টেশনে আলোর অনির্বাণ ফাউন্ডেশন এর উদ্যোগে বন্ধুবান্ধব ও শুভাকাংখিদের সহযোগিতায় মঙ্গলবার (১২ জুন) সকাল ১১ টায় প্রায় ১শ’ দুঃস্থ ও অসহায় শিশু ও বয়স্কদের মাঝে ঈদ উপলক্ষে নতুন জামা উপহার হিসেবে বিতরণ করা হয় ।

নতুন কাপড় বিতরণ শেষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে সংগঠনের সকল সদস্য আগামিতে আরো সমাজসেবামূলক কার্যক্রমে এগিয়ে আসার জন্যে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন এবং ঈদে এ রকম সহযোগিতা মানেই ঈদের আনন্দ নিজদের মধ্যে ভাগাভাগি করে নেয়া ।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন মুমতাহিনা ঐশি। বক্তব্য দেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফাহমিদ বীন কবির,সালমা জাহান ঐশি,কাউছার হামিদ,এহতেশামূল হক ।

এছাড়াও বক্তব্য রাখেন চাঁদপুর,নোয়াখালী,কুমিল্লার,দিনাজপুরের টিম লিডার যথাক্রমে উৎস সরকার,জুয়েল রানা,সালমা ঝুমু ও রুবেল মিয়া ।

আলোর অনির্বাণ ফাউন্ডেশন সমাজের গরিব,দুঃস্থ ও অসহায় মানুষের সাহায্যে বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে। আলোর অনির্বাণ ফাউন্ডেশন শিক্ষার প্রসারে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
করেসপন্ডেন্ট
আপডেট, বাংলাদেশ সময় ২:৩০ পিএম, ১৩ জুন ২০১৮, বুধবার
এজি

Leave a Reply