Home / বিনোদন / বড় ছেলে থেকে স্বপ্নযোদ্ধা

বড় ছেলে থেকে স্বপ্নযোদ্ধা

নাটকের নাম বড় ছেলে। নাটক হলেও বাস্তব জীবনের সাথে মিল থাকায় গত বছর আলোড়ন সৃষ্টি করে এ নাটকটি। নাটকের মূল চরিত্রে ছিলেন জিয়াউল ফারুক অপূর্ব।

এবারের ঈদে অপূর্বের অভিনয়ে ভিন্ন ধারা টেলি ছবি আসছে। নাম ‘স্বপ্নযোদ্ধা’, পরিচালনা করেছেন সৈয়দ শাকিল
ভিন্ন ধাচের এ টেলিছবিতে আরো অভিনয় করেছেন মিলন ও শতাব্দী ওয়াদুদ। তবে টেলিছবি কাহিনী এখনো প্রকাশ হয়নি।

টেলিছবি কিছু স্থির চিত্র ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হয়ে গেছে। শুটিং চলছে রাঙামাটি, রাঙামাটির সেনানিবাস, মানিকছড়ি, ও খাগড়াছড়ির বিভিন্ন জায়গায়।

নিউজ ডেস্ক
আপডেট, বাংলাদেশ সময় ২:৪০ পি.এম, ১৩ জুন২০১৮,বুধবার
কে.এইচ

Leave a Reply