Home / চাঁদপুর / চাঁদপুরের আবু জাফরসহ দেশের ১২ হজযাত্রীর মৃত্যু
ja for hazz
চাঁদপুরের আবু জাফর

চাঁদপুরের আবু জাফরসহ দেশের ১২ হজযাত্রীর মৃত্যু

সৌদি আরবের পবিত্র মদিনা আল মুনাওয়ারায় শুক্রবার (১১ আগস্ট) মোঃ আবু জাফর (৬১) নামে চাঁদপুর জেলার একজন হজ যাত্রী মৃত্যু বরন করেছেন। তাঁর পাসপোর্ট নম্বরঃ বি এল ০৯৩০৮১৭।

এ নিয়ে মক্কায় ১১ জন এবং মদিনায় ১ জনসহ ১২ হজ যাত্রী মৃত্যুবরণ করেন। মৃতদের মধ্যে ১১ জনই পুরুষ।

হজ মিশনের সর্বশেষ তথ্যমতে ১১ আগষ্ট পর্যন্ত বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৮২ টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৯৪ টি ফ্লাইটে সৌদিতে আগত সর্বমোট বাংলাদেশি হজযাত্রী ৫৬ হাজার ২ শত ৫০ জন।

এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৩ হাজার ৩ শত ৩৮ জন (ব্যবস্থাপনা সদস্য সহ) ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৫২ হাজার ৯ শত ১৫ জন।

অন্যদিকে সরকারি ব্যবস্হাপনার অনেক হজযাত্রী মদিনা মোনাওয়ারায় রাসূল (স.) এর রওজা মোবারক জিয়ারত ও মসজিদে নববীতে ৪০ ওয়াক্ত নামাজ আদায় শেষে মক্কা মুকাররমায় এসে পৌঁছান।

প্রতিবেদক- সাগর চৌধুরী, সৌদি আরব
: আপডেট, বাংলাদেশ ১: ২০ পিএম, ১২ আগস্ট ২০১৭, শনিবার
ডিএইচ

শেয়ার করুন
x

Check Also

মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির অভিষেক প্রস্তুতি কমিটির সভা

চাঁদপুরে ...