Home / উপজেলা সংবাদ / কচুয়া / গুলবাহার সপ্রাবি ও ফাতেমা একাডেমির শতভাগ সাফল্য
প্রতীকী

গুলবাহার সপ্রাবি ও ফাতেমা একাডেমির শতভাগ সাফল্য

সদ্য প্রকাশিত প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষায় কচুয়া উপজেলার ৫৬নং গুলবাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অভাবনীয় সাফল্য অর্জন করেছে। ওই বিদ্যালয় থেকে ৭৫ জন শিক্ষার্থী অংশগ্রহন করে সকলেই কৃতকার্য হয়।

তার মধ্যে ৬৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে চমক সৃষ্টি করেছে।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সুলতানা খানম জানান, বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে প্রায় প্রতিবছর শতভাগ সহ জিপিএ-৫ পেয়ে উপজেলায় এগিয়ে রয়েছে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিছির আলী জানান, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীদের যৌথ সমন্বয়ে ভালো ফলাফল অর্জন হয়েছে।

ফলাফলের এ ধারা বজায় রাখতে শিক্ষকদের প্রচেষ্টা অব্যাহ থাকবে।

এদিকে উপজেলার পালাখাল ফাতেমা আইডিয়াল একাডেমির শিক্ষার্থীরাও অভাবনীয় সাফল্য অর্জন করেছে।

ওই বিদ্যালয় থেকে ৩২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে সকলেই কৃতকার্য হয়। তারমধ্যে ২২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে চমক সৃষ্টি করেছে।

বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ কবির হোসেন চাঁদুর টাইমসকে জানান, বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে প্রায় প্রতিবছর শতভাগ সহ জিপিএ-৫ পেয়ে উপজেলায় এগিয়ে রয়েছে। বিদ্যালয়ের পরিচালক ও সিনিয়র শিক্ষক মাহাবুব আলম জানান, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীদের যৌথ সমন্বয়ে ভালো ফলাফল অর্জন হয়েছে।

ফলাফলের এ ধারা বজায় রাখতে শিক্ষকদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

নিউজ ডেস্ক
।। আপডটে, বাংলাদশে সময় ১১ : ০০ পিএম, ৩ জানুয়ারি ২০১৭ মঙ্গলবার
ডিএইচ

শেয়ার করুন
x

Check Also

Akayed jongi

ঢাকায় আকায়েদ উল্লাহর স্ত্রী ও শ্বশুর-শাশুড়ি আটক

নিউ ...