Home / চাঁদপুর / চাঁদপুরের কৃতি সন্তান কাউছ মিয়ার রাষ্ট্রীয় পুরস্কার গ্রহণ
কাউছ মিয়ার রাষ্ট্রীয় পুরস্কার গ্রহণ

চাঁদপুরের কৃতি সন্তান কাউছ মিয়ার রাষ্ট্রীয় পুরস্কার গ্রহণ

এবারও দেশ সেরা ব্যবসায়ীর টানা ১১বার রাষ্ট্রীয় পুরস্কার অর্জনে ‘সেরাদের সেরা’ হওয়ার গৌরব অর্জন করেছেন চাঁদপুরের কৃতি সন্তান, সমাজ সেবক ও ব্যবসায়ী হাজি মো. কাউছ মিয়া।

তিনি ২০১৫-২০১৬ করবর্ষে বাংলাদেশের সর্বোচ্চ করদাতার সম্মাননা ও ট্যাক্সকার্ড পুরষ্কার গ্রহণ করেছেন।

গত ২৪ নভেম্বর রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব ভবনে জাতীয় আয়কর সপ্তাহ ২০১৬ উদ্বোধন ও সেরা করদাতা সম্মাননা অনুষ্ঠানে তাকে ক্রেস্ট ও ট্যাক্সকার্ড তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অথর্মন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি।

এসময় উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি, অভ্যন্তরীন সম্পাদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমানসহ শীর্ষ ১শ’৪১ করদাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ।

প্রসঙ্গত, হাজি মো. কাউছ মিয়া সমগ্র বাংলাদেশের সর্বোচ্চ আয়কর প্রদানকারী হিসেবে টানা ৩বার প্রথম স্থান ও ঢাকা সিটি কর্পোরেশনের ৭ বার এবং স্বাধীনতার আগে ১বারসহ মোট ১১বার দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদানের স্বীকৃতি স্বরুপ জাতিয় রাজস্ব বোর্ডের সম্মাননা ও সিআইপি মর্যাদায় ট্যাক্সকার্ড প্রাপ্তির বিরল রেকর্ডের দৃষ্টান্ত স্থাপন করেন।

‘সেরাদের সেরা’ প্রবীণ এই ব্যবসায়ীর রাষ্ট্রীয় পুরস্কার অর্জনে আমরা চাঁদপুরবাসী গর্বিত এবং আনন্দিত।

প্রতিবেদক-আশিক বিন রহিম ।। আপডটে, বাংলাদশে সময় ০৯ : ৩৪ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৬ রোববার
এইউ

Leave a Reply