চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির সদস্য মো. টেলু হোসেন বেপারীর শারীরিক খোঁজখবর নিয়েছেন। সোমবার রাতে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সফি উদ্দিন বাবলু।
এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাজিব দাসসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ অসুস্থ টেলু হোসেন বেপারীর শয্যাপাশে কিছু সময় কাটান এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন। তাঁরা চিকিৎসকদের সঙ্গে কথা বলে তাঁর চিকিৎসার অগ্রগতি সম্পর্কেও খোঁজ নেন।
পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সফি উদ্দিন বাবলু বলেন, টেলু আমাদের দলের একজন নিবেদিতপ্রাণ কর্মী। দলের প্রতি তাঁর আন্তরিকতা ও ত্যাগ প্রশংসনীয়। আমরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করছি এবং তাঁর পরিবারের পাশে রয়েছি।
উল্লেখ্য, মো. টেলু হোসেন বেপারী কিছুদিন আগে অসুস্থ হয়ে পড়লে তাঁকে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন।
স্টাফ রিপোর্টার/
৪ নভেম্বর ২০২৫
চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur