Home / সারাদেশ / কুমিল্লায় প্রতিযোগিতা : সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ
কুমিল্লায় প্রতিযোগিতা : সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ
ফাইল ছবি

কুমিল্লায় প্রতিযোগিতা : সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ

বাংলাদেশ সুইমিং ফেডারেশন ও নৌবাহিনীর যৌথ উদ্যোগে দেশে প্রথম বারের মত শুরু হচ্ছে সাঁতারু অন্বেষণ প্রতিযোগিতা ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’।

প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মরিজ্জামান তালুকদার। উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি নাজমুল আহসান রোমেন, দক্ষিণ কোরিয়া থেকে আগত কোচ তেগুন পার্ক প্রমুখ।

এই প্রতিযোগিতার মাধ্যমে সারা দেশের ৬৪টি জেলার ৪৮৯ টি উপজেলা হতে বাছাইকৃত সেরা সাঁতারুদের ঢাকায় এনে দীর্ঘ মেয়াদি প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। সারা দেশের ২৫ হাজার সাঁতারু এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

৫০ তম জেলা হিসেবে আজ কুমিল্লা শিক্ষাবোর্ড সুইমিং পুলে মোট ৯৬ জন সাঁতারু অংশগ্রহণ করে। এর মধ্যে ৯৪ জন ছেলে এবং ২ জন মেয়ে। প্রাথমিক ইয়েস কার্ড পায় ২৫জন ছেলে ও ২ জন মেয়ে। মোট ২০ জনর প্রত্যেককে ১০০০ টাকা এবং ১৪ জনকে ৫০০ টাকা প্রাইজমানি, মেডেল এবং প্রত্যেককে একটি করে সার্টিফিকেট দেওয়া হয়।

কুমিল্লার ১৬টি উপজেলা থেকে বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

আগামী ১৬ অক্টোবর ইয়েস কার্ড প্রাপ্তরা আবার ঢাকায় জাতীয়ভাবে প্রতিযোগিতায় অংশ নেয়ার সুযোগ পাবে।

বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে লুকিয়ে থাকা প্রতিভাবান সাঁতারুদের বের করে জাতীয় পর্যায়ে তুলে আনাই এর মূল উদ্দেশ্য।

কুমিল্লা করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ২:৩০ এএম, ৪ সেপ্টেম্বর ২০১৬, রোববার
ডিএইচ

Leave a Reply