Home / চাঁদপুর / চাঁদপুর শহর থেকে নিখোঁজ হওয়া কিশোরী ফেনীতে উদ্ধার
Juma-missing

চাঁদপুর শহর থেকে নিখোঁজ হওয়া কিশোরী ফেনীতে উদ্ধার

চাঁদপুর শহরের দক্ষিণ বিষ্ণুদী বঙ্গবন্ধু সড়ক এলাকার হাজি বাড়ি থেকে ১০ থেকে ১১ বছর বয়সী নিখোঁজ কিশোরী ঝুমা আক্তারকে উদ্ধার করেছে ফেনী সদর মডেল থানা পুলিশ।

রোববার (২৮ জুলাই) রাতে বিষয়টি চাঁদপুর টাইমসকে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ।

ফেনী মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন চাঁদপুর টাইমসকে জানান, ঝুমা চাঁদপুর থেকে কোনো এক নারীর সাথে চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেসে উঠে। পরে সে ফেনীতে রেল স্টেশনে নেমে যায়। ফেনী রেল স্টেশনের কাছেই ফেনী সদর মডেল থানা পুলিশ। ঝুমার পরিবারকে চাঁদুর সদর মডেল থানা পুলিশের মাধ্যমে খবর দেয়া হয়েছে। ‘

কিশোরী ঝুমা পুলিশকে তার বাবা ও মায়ের নাম ছাড়া কিছু বলতে পারছে না। তার মুখের কথাগুলোও স্পষ্ট নয় বলে তিনি যোগ করেন।

এর আগে রোববার ভোর ৪/৫ টার দিকে সে তার শয়ন কক্ষ থেকে নিখোঁজ হয়। নিখোঁজ ঝুমা আক্তার বঙ্গবন্ধু সড়কের হাজী বাড়ির মোঃ টেলু মিজির মেয়ে।

তার স্বজনরা জানায়, ঝুমার মা মারা গেছে কয়েক বছর আগে। তাই তাদের তিন বোনকে এক সাথেই ঘুমাতে হয়। শনিবার রাতে তারা তিন বোন একসাথে ঘরের মধ্যে ঘুমিয়ে ছিলেন। রাত সাড়ে তিনটার দিকেও তার বড় বোন তাকে ঘুমানো অবস্থায় দেখতে পায়। কিন্তু ভোর বেলা ফজরের আজানের পরে তাকে আর তার শোয়ার স্থানে তারা দেখতে পায়নি।

পরে স্বজনরা পরিচিত সব স্থানে তাকে খোঁজাখুঁজি করে কোথাও তার সন্ধান পায়নি। পরে তাকে খুঁজে না পাওয়ায় চাঁদপুর মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি (জিডি নং ১৬৮০/২৮ জুলাই) করেন।

আগের প্রতিবেদন দেখুন-

প্রতিবেদক- কবির হোসেন মিজি, ২৮ জুলাই ২০১৯