Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় নারীকে কুপিয়ে জখম
women-injuree-in kachua

কচুয়ায় নারীকে কুপিয়ে জখম

চাঁদপুরের কচুয়া উপজেলার ২নং পাথৈর ইউনিয়নের বেরকোটা গ্রামে পূর্ব শত্রুতা ও জমিজমা বিরোধের জের ধরে নাঈমা বেগম (৩৫) নামের এক অসহায় নারীকে মারধর করেছে প্রতিপক্ষের লোকজন।

সোমবার (৬ মে) সকালে এ হামলা ও মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় গৃহবধূ নাঈমা বেগম বাদী হয়ে একই গ্রামের আলআমিন (৩১)সহ ৮ জনকে আসামী করে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগের প্রেক্ষিতে কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আফসার উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

থানায় বাদীর লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে নাঈমা বেগম তার দখলীয় জায়গায় ঘর নির্মাণ করতে গেলে একই বাড়ির বাসিন্দা আলআমিন ও তার সহযোগীরা বাধা দেয়। এনিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষ আলআমিনের নেতৃত্বে শাহীন মিয়া, নেহাল আহম্মেদ, নাইম, মহব্বত আলী, মরিয়র বেগমসহ ৮-১০ জন লোকজন তার ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে ও মাথায় কুপিয়ে আঘাত করে।

হামলাকারীরা তার সাথে থাকা স্বর্নের চেইন, নগদ বেশকিছু টাকা, মোবাইলসহ মূল্যবান মালামাল নিয়ে গেছে বলে নাঈমা লিখিত অভিযোগে উল্লেখ করেন। পরে তার ডাক চিৎকারে স্থানীয় লোকজন ছুঁেট এসে তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

নীরিহ নাঈমা বেগম জানান, আমার স্বামী, সন্তান নেই। বাবার বাড়িতে থাকি। এ সুযোগে প্রতিপক্ষরা বিভিন্ন সময়ে আমার উপর কারনে অকারনে মারধর,নির্যাতনসহ জ্বালাতন করে আসছে। আমি স্থানীয় প্রশাসনের মাধ্যমে ন্যায় বিচার চাই।

এ বিষয়ে কথা বলতে চাইলে অভিযুক্ত কাউকে পাওয়া যায়নি।

কচুয়া করেসপন্ডেন্ট
৭ মে ২০১৯