Home / চাঁদপুর / আজ চাঁদপুরে আসছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
Dipu-Moni
ডা. দীপু মনি (ফাইল ছবি)

আজ চাঁদপুরে আসছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী, চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের তিনবারের নির্বাচিত সাংসদ ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব ডাঃ দীপু মনি একদিনের সফরে আজ শুক্রবার (১৮ জানুয়ারি) চাঁদপুর আসছেন।

এ সফরে তিনি চাঁদপুর সদর ও হাইমচরে একাধিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং তাঁর নির্বাচনী এলাকার সাধারণ জনগণ ও দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করবেন। এছাড়া তিনি শীতার্তদের মাঝে নিজ উদ্যোগে কম্বল বিতরণ করবেন।

ডাঃ দীপু মনি আজ সকাল ৭টা ২০ মিনিটে নৌপথে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হবেন। চাঁদপুর পৌঁছে তিনি সকাল ১১টায় প্রথমেই সড়কপথে হাইমচর যাবেন। সেখানে হাইমচর বালক সরকারি উচ্চ বিদ্যালয়ের ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। বাদজুমা একই উপজেলার গামারায় একটি বিবাহোত্তর বৌ-ভাত অনুষ্ঠানে যোগদান করবেন।

এরপর বিকেল ৩টায় জেএম সেনগুপ্ত রোডস্থ কদমতলার নিজ বাসভবনে তিনি তাঁর ব্যক্তিগত উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করবেন, বিকেল ৫টায় চাঁদপুর স্টেডিয়ামে চাঁদপুর জেলা ছাত্রলীগের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।

এরপর রাত সাড়ে ৮টায় নিজ বাসভবনে তিনি তাঁর নির্বাচনী এলাকার সাধারণ জনগণ ও দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করবেন। আগামীকাল ১৯ জানুয়ারি শনিবার শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি সকাল ৯টায় নৌপথে ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর ত্যাগ করবেন।

প্রেস বিজ্ঞপ্তি
১৮ জানুয়ারি,২০১৯

Leave a Reply