Home / চাঁদপুর / স্বনির্ভর জাতি গঠনে শতভাগ নারীকে কর্মমুখী করতে হবে: ওচমান গনি পাটওয়ারী
Selai misen

স্বনির্ভর জাতি গঠনে শতভাগ নারীকে কর্মমুখী করতে হবে: ওচমান গনি পাটওয়ারী

চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী বলেছেন,‘আত্মনির্ভরশীল ও স্বনির্ভর জাতি গঠনে শতভাগ নারীকে কর্মমুখী করতে হবে। এর মধ্য দিয়েই দারিদ্র্য ও বেকারমুক্ত হবে দেশ। বাস্তবায়ন হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা ও সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের উন্নত বাংলাদেশ।’

তিনি জানান, সেই লক্ষ্যেকে সামনে রেখে আত্মনির্ভরশীল ও স্বনির্ভর জাতি গঠনে চাঁদপুর জেলা পরিষদ কাজ করে যাচ্ছে। এর অংশ হিসেবে চাঁদপুরের বালিয়ার ত্রিপুরা জাতি সমাজ উন্নয়ন সংস্থা পরিচালিত আলোর দিশারী সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের জন্য ৩০টি সেলাই মেশিন প্রদান করা হচ্ছে চাঁদপুর জেলা পরিষদের পক্ষ থেকে।

তিনি সোমবার(১১ মার্চ) সকালে চাঁদপুর জেলা পরিষদে বালিয়ার ত্রিপুরা জাতি সমাজ উন্নয়ন সংস্থা পরিচালিত আলোর দিশারী সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের জন্য সেলাই মেশিন প্রদানকালে এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সচিব মোঃ মিজানুর রহমান, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শহীদ পাটোয়ারী, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেল, প্রকৌশল শাখার উচ্চমান সহকারী কুদ্দুছ ভাট, সার্ভেয়ার নাছিরউদ্দিন, ত্রিপুরা জাতি সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি কর্ণরাজ ত্রিপুরা, সাধারণ সম্পাদক সুভাষ ত্রিপুরা, প্রশিক্ষক মোঃ তানভীর হোসেন, কোষাধ্যক্ষ ডা. খোকন ত্রিপুরা প্রমুখ।

ত্রিপুরা জাতি সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি কর্ণরাজ ত্রিপুরা বলেন,‘আমাদের সংস্থার আওতাধীন বিপুল সংখ্যক নারী বেকার। তাদের প্রশিক্ষণের মাধ্যমে স্বনির্ভর ও স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে।’

জেলা পরিষদ থেকে প্রাপ্ত ৩০টি সেলাই মেশিন দিয়ে এই প্রশিক্ষণ কেন্দ্র পরিচালিত হবে। জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারীর আন্তরিক সহযোগিতায় আমরা আমাদের মা-বোনদের বেকারত্মের অভিসাপ থেকে মুক্ত করবো।

করেসপন্ডেট
১১ মার্চ,২০১৯