Home / চাঁদপুর / `২ টাকায় পেট ভরে খেলো’ চাঁদপুরের পথশিশুরা
two taka road child

`২ টাকায় পেট ভরে খেলো’ চাঁদপুরের পথশিশুরা

মাত্র ২ টাকায় আহার! শুধু আহার নয় ‘পেট ভরে আহার’। এই আহার চলে খোলা আকাশের নীচে কিংবা স্টেশনের প্লাটফর্মে। এদের কেউ অভুক্ত থাকে সারারাত, কেউবা আরো বেশি। ‘২ টাকায় পেট ভরে খাই’ এমন শ্লোগানে ওদের কেউ খুশিতে আত্মহারা, কেউবা আবার খাবার দেখে নিঃসংকোচে দৌড়িয়ে লাইনে এসে দাঁড়ায়।

২১ সেপ্টেম্বর (শনিবার) ঠিক এমনি দৃশ্যায়ন ঘটে চাঁদপুরের বড়স্টেশন মোলহেডে। এতে গরিব, অসহায়, পথের মানুষ ও পথ শিশুদের নিয়ে ২ টাকায় পেট ভরে খাই আয়োজন ও শিক্ষা উপকরন বিতরণ করা হয়।

“Opu Media Zone” ইউটিউব চ্যানেলের ব্যানারে এমন মহতি কার্যক্রমের আয়োজন করেন চাঁদপুরের উদীয়মান সাংস্কৃতিক কর্মী সাইদ হোসেন অপু চৌধুরী। জেলায় প্রথমবারের মতো তার এমন কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন সকলে। এতে প্রায় ২’শতাধিক পথশিশু, বৃদ্ধ ও পথের মানুষের এক মিলনমেলার সমাগম ঘটে।

অনুষ্ঠানের উদ্বোধণ করেন এ কার্যক্রমের উদ্যোক্তা- সামাজিক, শিক্ষামূলক, সমাজ সংস্কারক ও সচেতনতামূলক গল্পের সংশোধন চলচ্চিত্র নির্মাতা ও জনপ্রিয় অভিনেতা রাসেল মিয়া ও সংশোধন পরিবার।

মহতি এ কার্যক্রমে অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব কল্যাণ বিষয়ক সম্পাদক অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, মিকাইল অনলাইন সপের পরিচালক মনিরুল ইসলাম মনির, রাজরাজেশ্ব ইউপি চেয়ারম্যান হাজী হযরত আলী বেপারী, কাউন্সিলর ফরিদা ইলিয়াছ।

আরো উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সদস্য এম আর হারুন, দৈনিক মতলবের আলো পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কে এম মাসুদ, নির্বাহী সম্পাদক ডাক্তার মাসুদ হাসান প্রমুখ।

তারা অপু মিডিয়া জোনের এই আয়োজনকে সবাই সাধুবাদ জানান।

প্রেস বিজ্ঞপ্তি, ২৩ সেপ্টেম্বর ২০১৯