Home / চাঁদপুর / চাঁদপুরে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন : দু’প্রতিষ্ঠানকে জরিমানা
semai-production

চাঁদপুরে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন : দু’প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরে পবিত্র ঈদকে সামনে রেখে নোংরা আর অস্বাস্থ্যকর পরিবেশে চলছে সেমাই উৎপাদন। যা জেলার চরাঞ্চলসহ পাশ্ববর্তি দক্ষিনাঞ্চলের গ্রামে বাজারজাত করা হচ্ছে। শুধু তাই নয়, শহরের বিভিন্ন মার্কেটে ১ টাকা থেকে ৯৯ টাকার মার্কেটগুলোতে বিক্রি হচ্ছে নকল পণ্য।

সোমবার (২০ মে) এমন সংবাদের ভিত্তিতে চাঁদপুরের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালত শহরের নতুন বাজার ও পুরাণবাজারে অভিযান চালায়।

অভিযানে মিম বেকারী নামের একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা আদাল করা হয়েছে। এছাড়াও একই সময়ে পুরাণবাজারের নিতারগঞ্জ রোড়স্থ আলম বেকারী নামে অন্য আরেকটি সেমাই কারখানার মালিককে সতর্ক করে দেয়া হয়।

প্রায় ঘন্টাব্যাপী অভিযান পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হোসাইন। ভ্রাম্যমান আদালত পরিচালনা কাজে সহযোগিতা করেন চাঁদপুর জেলা মার্কেটিং অফিসার এন.এম. রেজাউল ইসলাম ও মডেল থানার পুলিশ সদস্য।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জল হোসাইন জানান, পুরাণবাজারে মীম বেকারীতে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে লাচ্ছা সেমাই উৎপাদন করা হচ্ছে। এ কারণে এই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি অন্য একটি প্রতিষ্ঠানকে সতর্ক করে দেয়া হয়েছে।

তিনি আরও জানান, একই দিন বিকেলে শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কের ১টাকা থেকে ২৯৯ টাকার মার্কেটে নকল পণ্য বিক্রির অভিযোগে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এরপরেও কেউ আইন অমান্য করে অপরাধে জড়ালে তাদেরকে কারাদন্ড দেয়া হবে বলে তিনি জানান।

প্রতিবেদক- আশিক বিন রহিম
২০ মে ২০১৯