Home / চাঁদপুর / চাঁদপুরে বিদ্যালয়ের গেটের শিক গলায় গেঁথে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে স্কুলছাত্র
school-gate-accident
স্কুলছাত্রকে আঘাতকারী রক্তাক্ত শিক (লাল বৃত্তে)

চাঁদপুরে বিদ্যালয়ের গেটের শিক গলায় গেঁথে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে স্কুলছাত্র

চাঁদপুর শহরে বিদ্যালয়ের গেট টপকাতে গিয়ে ধারালো শিক গেঁথে লোমহর্ষকভাবে আহত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছে সিয়াম আহমেদ (৮) নামে এক স্কুল ছাত্র।
শুক্রবার (৫ জুলাই) বিকেল সাড়ে তিনটায় শহরের বিটি রোড ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত সিয়াম ওই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ও বি.টি রোডের ষোলঘর এলাকার মোল্লা বাড়ির আবদুল হাই পলাশের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলের সময়টুকু বিদ্যালয়ের মূল ফটকটি বন্ধ রাখা হয়। এদিন বিকেল সাড়ে তিন টায় সিয়াম স্কুলের ভিতরে থাকা খেলার মাঠে প্রবেশের জন্য বিদ্যালয় বাউন্ডারির শিক টপকে যাওয়ার চেষ্টা করলে পা ফসকে ধারালো শিক তার গলা দিয়ে গেঁথে জিহ্বা ও মুখ দিয়ে বেরিয়ে যায়।

রক্তাক্ত অবস্থায় সিয়ামকে স্থানীয়রা উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিলে, কর্তব্যরত চিকিৎসক আশংকাজনক অবস্থা দেখে তাৎক্ষণিক ঢাকায় প্রেরণ করেন। তার অবস্থা আশংকাজন এবং এ রিপোর্ট লেখা পর্যন্ত সে ঢাকার পথে রয়েছে।

এদিকে এ ঘটনার পর এলাকাবাসী বিদ্যালয় কতৃপক্ষের ওপর ক্ষোভ জানিয়েছেন। তাদের দাবি একাধিকবার বাউন্ডারি দেয়ালে থাকা ধারালো শিক সরানো জন্যে বলা হলেও বিদ্যালয় কর্তৃপক্ষ সরায়নি।’

এছাড়া এমন দুর্ঘটনার পরেও ছেলেটি বা তার পরিবারের খোঁখ-খবর নিতে আসেনি বিদ্যালয় কর্তৃপক্ষ।

স্টাফ করেসপন্ডেন্ট
৫ জুলাই ২০১৯