Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জে দশ বছর পর সড়ক সংস্কার স্বস্তিতে অর্ধ-লক্ষ পথচারী
hajiganj-roads

হাজীগঞ্জে দশ বছর পর সড়ক সংস্কার স্বস্তিতে অর্ধ-লক্ষ পথচারী

প্রায় দশ বছর পর চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা লাওকোরা মুক্তিযোদ্ধা সড়কের সংস্কার কাজ সম্পন্ন হয়। বুধবার ওই সড়কের উয়ারুক স্টেশন থেকে টঙ্গীরপাড় পর্যন্ত সড়কের পিচ ঢালাই শেষ হয়েছে। এতে উপজেলার ৮নং হাটিলা ইউনিয়নের প্রায় আটটি গ্রামের অর্ধ লক্ষ জনগণের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

হাজীগঞ্জ উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, এলজিডির মেরামত কর্মসূচির আওতায় ৯৪ লাখ টাকা ব্যায়ে প্রায় তিন কিলো মিটার সড়কের সংস্কার কাজ সমাপ্তি হয়েছে। বিশেষ করে টঙ্গীরপাড় প্রধানীয়া বাড়ীর সম্মুখে প্রায় তিনশ মিটার সড়ক সংস্কার হওয়ায় টঙ্গীরপাড়সহ পাশ্ববর্তীর এলাকার জনগণের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

সরজমিনে গিয়ে জানা গেছে, দীর্ঘদিন সড়কটি মেরামত না হওয়ায় স্কুল কলেজের সহস্রাধিক শিক্ষার্থী দুর্ভোগ পোহাতে হয়েছে। সড়কটি সংস্কার হওয়ায় অর্ধ-লক্ষাধিক পথচারীর দুর্ভোগ লাঘব হয়েছে।

ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মজুমদার বলেন, ইউনিয়নের প্রধান সড়কটি দীর্ঘদিন মামলা জটিলতায় সংস্কার করা হয়নি। স্থানীয় সাংসদ মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তমের আন্তরিক প্রচেষ্টায় কাজ সম্পন্ন করা গেছে। পুরাতন এলাইনমেন্ডের উপর কাজ করা হয়েছে। আমরা ইউনিয়নবাসী সাংসদের কাছে কৃতজ্ঞ।

এই সড়ক সংস্কার কাজের ঠিকাদার আকবর মৃধা বলেন, কাজটি সম্পন্ন করে জনগণের দুর্ভোগ লাঘব করতে পেরে ভালো লাগছে।

উপজেলা প্রকৌশলী রাহাত আমিন পাটওয়ারী বলেন, স্থানীয় সংসদ মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তমের আন্তরিক প্রচেষ্টায় দীর্ঘ দশ বছর পর সড়কটি সংস্কার কাজ শেষ করা গেছে।

তিনি আরো বলেন, সড়কটির কিছু অংশ আদালতের স্থগিতাদেশ থাকায় ২০১০ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত কাজ করা যায়নি। ২০১৬ সালের পর স্থগিতাদেশ নবায়ণ করেনি অভিযোগকারী জহির উদ্দিন বাবার চৌধুরী। তার ফলে ২০১৯ সালে নতুন বরাদ্দ এনে কাজটি সংস্কার করেছি।

প্রতিবেদক- মনিরুজ্জামান বাবলু
২৬ জুন ২০১৯