Home / চাঁদপুর / চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার পাশে ইব্রাহীম জুয়েল
shukkor-accident

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার পাশে ইব্রাহীম জুয়েল

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় আহত চাঁদপুর শহর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা যুবদল নেতা খলিলুর রহমান শুক্কুরের পাশে খোঁজখবর নিয়েছেন চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল।

বুধবার (২৬ জুন) বিকেলে শহরের রহমতপুর আবাসিক এলাকায় তার বাসভবনে দেখতে যান।

এর আগে গেলো রমজান মাসের প্রথম দিকে চাঁদপুর সদরের বহরিয়া এলাকায় মোটরসাইকেলে আরোহী হয়ে হোমিও চিকিৎসকের সাথে সাক্ষাতে গেলে বিপরীত দিক থিকে একটি বেপরোয়া অটোবাইক এসে ধাক্কা দেয়। এতে তার পায়ের নিচের অংশে হাড় ভেঙ্গে যায়, মাথায় গুরুতর জখম হন। তিনি দীর্ঘদিন ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন থেকে এখন চিকিৎসকের তত্ত্ববধানে ১৫ দিনের জন্যে বাসায় অবস্থান করছেন।

এসময় উপস্থিত ছিলেন ১০ নং চাঁদপুর পৌর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, একই ওয়ার্ডের যুবদল সভাপতি শহীদ ঢালী, সাধারণ সম্পাদক আবদুল হান্নান, ছাত্রদল নেতা ফজলুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ জুন ২০১৯