Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মা ইলিশ রক্ষায় মতলবে জেলেদের মাঝে সাংসদের চাল বিতরণ
rice-distribution-among-fishermen

মা ইলিশ রক্ষায় মতলবে জেলেদের মাঝে সাংসদের চাল বিতরণ

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলশ রক্ষায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরারজীকান্দি ইউনিয়নে জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।

১৫ অক্টোবর মঙ্গলবার দুপুরে উপজেলার ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদ বমপ্লেক্স চত্ত্বরে চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাড.নুরুল আমিন রুহুল প্রধান অতিথি হিসাবে জেলেদের মাঝে এসব ভিজিএফ চাল বিতরণ করেন।

এসময় অ্যাড.নুরুল আমিন রুহুল এমপি বলেছেন শেখ হাসিনার সরকার জনবন্ধব ও গরীব বান্ধব সরকার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে আজ দ্রুত উন্নয়ন হচ্ছে। দেশ আজ সন্ত্রাস, দুর্নীতি মুক্ত হয়েছে। কোনো দুর্নীতি শেখ হাসিনা পছন্দ করেন না। তাই তিনি দুর্নীতিবাজদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনছেন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের জেলেদের মধ্যে ভিজিএফ চাল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি আরো বলেন,ইলিশের উৎপাদন আরও বৃদ্ধি করার লক্ষে আমাদের যা যা করণীয় সব প্রচেষ্টা থাকবে। মা ইলিশ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কোনোভাবেই জেলেদের নদীতে ইলিশসহ অন্য মাছ আহরণ করতে দেওয়া হবে না। জেলেদের সুবিধার জন্য সরকার চাল, ছাগল, সেলাই মেশিন, সুতার জালসহ বিভিন্ন উপকরন দিচ্ছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরীব দুখীর নেতা বলেই তিনি জেলেদের জন্য এতো সুযোগ সুবিধি দিচ্ছেন।

তিনি বলেন, ইলিশের জন্য সারা পৃথিবীতে চাঁদপুরের পরিচর রয়েছে। ইলিশ রপ্তানী করে বাংলাদেশ উল্লেখযোগ্য পরিমান বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হচ্ছে। তবে যেহেতু ইলিশের বাড়ী চাঁদপুর সেহেতু এই ইলিশ রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব।

মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শারমিন আক্তারের সভাপতিত্বে ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসার শাখাওয়াত হোসেন এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান এমএ কুদ্দুস,মতলব উত্তর থানার ওসি নাসির উদ্দিন মৃধা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াছুর রহমান বক্তব্য রাখেন।

এসময় তিনি ফরাজীকান্দি ইউনিয়নের ১৫শ’৫ জন জেলের মাঝে চাল বিতরণ করেন।

প্রতিবেদক : খান মোহাম্মদ কামাল, ১৫ অক্টোবর ২০১৯