চাঁদপুর শহরের পুরানবাজারে বিএনপি প্রার্থীর গণসংযোগে হামলা করেছে আওয়ামী লীগ নেতাকমীরা। রোববার(১৬ ডিসেম্বর) সকালে পুরানবাজার রিফুজি কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায় বিএনপির প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে একটি দল গণসংযোগে আসলে তাদের সাথে স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীদের কথা কাটাকাটি হয়।
এই সূত্র ধরে দু’পক্ষ ধাওয়া ও পাল্টা ধাওয়ার লিপ্ত হয়। এ সময় দেশীয় অস্ত্রসহ দু’পক্ষ ইট পাটকেল নিক্ষেপ করে এবং বাসা বাড়িতে হামলা চালায়।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীদের ইটের আঘাতে পুরানবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুর রশিদসহ ২ পুলিশ সদস্য আহত হয়।
স্থানীয়দের ভাষ্য মতে, দেশীয় অস্ত্রের আঘাতে পুলিশসহ অন্ত্যত ২০ জন বিএনপি নেতাকমী আহত হয়েছে।
বিএনপি মনোনিত ধানের শীষ প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, সকালে গণসংযোগে যান পৌর এলাকার ১ নং ওয়াডের নতুন রাস্তায়। এ সময় স্থানীয় আওয়ামীলীগ নেতাকমীরা অতর্কিত হামলা চালায়। অবস্থা বেগতিক দেখে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন।’
এ ঘটনায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সকাল থেকে পুরাণবাজার এলাকা থমথমে অবস্থা বিরাজ করে।
প্রকিবেদক: শরীফুল ইসলাম
১৬ ডিসেম্বর,২০১৮