পদ্মা সেতুতে লাগবে মানুষের মাথা এ ধরনের গুজব প্রতিরোধে হাজীগঞ্জ থানা পুলিশ ইতিমধ্যে উপজেলার প্রায় অধ্যশত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সচেতনতার লক্ষ্যে মত-বিনিময় সভা করে আসছে।
তারই ধারাবাহিকতায় শনিবার হাজীগঞ্জের রান্ধুনীমূড়া উচ্চ বিদ্যালয় ও রামপুর উচ্চ বিদ্যালয় এবং রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে গুজব প্রতিরোধে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি।
এ সময় (ওসি) শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, দেশে এক ধরনের গুজব চলছে এসব গুজবে কান না দিয়ে কোথায় কোন কিছু ঘটলে বা কোন তথ্য জানার প্রয়োজনে পুলিশকে ৯৯৯ নাম্বারে ফোন দিন। পুলিশ সব সময় তোমাদের পাশে আছে এবং থাকবে। সমাজের মাদক, বাল্য বিবাহ, ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা একান্ত কাম্য।
পরে শিক্ষার্থীদের শপথের মাধ্যমে খারাপ কাজে বা কোন গুজবে কান না দিয়ে অন্যায়ের প্রতিবাদে পুলিশকে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় আরো বক্তব্য রাখেন, হাজীগঞ্জ থানার (ওসি) তদন্ত আব্দুর রশিদ, রান্ধুনীমুড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রেসক্লাবের সভাপতি মুন্সী মোহাম্মদ মনির, প্রধান শিক্ষক আবুল কাশেম, রামপুর বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক এস এম মানিক, রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হোসেন সরকার, সহকারী শিক্ষক আফরোজা বেগম ও শাহআলম, রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোতাহের হোসেন, কালচোঁ দক্ষিণ ইউনিয়ন যুবলীগের আহবায়ক শ্যামল শীল প্রমুখ।
আরো পড়ুন- গুজব রোধে ছুটে চলা বিরামহীন ওসি
প্রতিবেদক- জহিরুল ইসলাম জয়, ২৭ জুলাই ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur