Home / চাঁদপুর / চাঁদপুরে ৭ উপজেলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন : হতাশ প্রার্থী-সমর্থকরা
Amiravad school
চাঁদপুর সদর আমিরাবাদ জি কে উচ্চ বিদ্যালয়,৪১ নং কেন্দ্র।

চাঁদপুরে ৭ উপজেলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন : হতাশ প্রার্থী-সমর্থকরা

চাঁদপুরে শান্তিপূর্ণ পরিবেশে ৭ উপজেলা পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। রোববার(২৪ মার্চ) জেলার ৭টি উপজেলায় সর্বমোট ৬শ’৪৮টি কেন্দ্রের ৪ হাজার ৮৭ বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

কিন্তু শহর এলাকাবাদে বেশিরভাগ কেন্দ্রে ভোটার উপস্থিতি খুবই কম হওয়ায় প্রার্থী-সমর্থকদের মাঝে হতাশা দেখা গেছে। এই কেন্দ্রগুলো এলাকার ভোটাদের মাঝে ভোট দেয়ার তেমন আগ্রহ দেখা যায়নি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুন্সীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একজনও ভোটার নেই। পরে ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো.তানভির হাসানের সাথে কথা হয়।

এসময় তিনি জানান, ১ হাজার ৯৫৪ জন ভোটারের মধ্যে মাত্র ১০০ জন ভোটার ভোট দিয়েছেন। কেন্দ্র থেকে বেরিয়ে রাস্তায় আবুল হোসেন ও সুজন নামে দু’ভোটারকে ভোট দিয়েছেন কিনা জিজ্ঞেস করতেই তারা বললেন,‘আমাগো ভোট দেয়া লাগবে না, আমাগো ভোট পুলিশে দেবে’।

এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার থাকলেও কিছু কিছু জায়গায় অনিয়মের অভিযোগ ওঠেছে। তবে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোথাও তেমন কোনো গোলজোগের খবর পাওয়া যায়নি।

চাঁদপুরে নির্বাচনে মোট ভোটার ১৭ লাখ ২৭ হাজার ৩শ ৩৪ জন। নির্বাচনে চেয়ারম্যান পদে ১৩, ভাইস চেয়ারম্যান পদে ২০ মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৪ জন প্রার্থী ভোট যুদ্ধে অংশ নেন।

চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাই চেয়ারম্যান পদে ভোট হচ্ছে ৪ উপজেলায়।এরই মধ্যে মতলব উত্তরে চেয়ারম্যান পদে এম এ কুদ্দুস, মতলব দক্ষিণে চেয়ারম্যান পদে এইচএম গিয়াসউদ্দিন ও হাজীগঞ্জে চেয়ারম্যান পদে গাজী মাইনুদ্দীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ায় এ ৩ উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে না। যার কারণে এসব উপজেলার ভোটে ভোটারদের আগ্রহে ভাটা রয়েছে।

এ ছাড়া চাঁদপুর সদর, ফরিদগঞ্জ, কচুয়া ও শাহরাস্তি উপজেলায় চেয়ারম্যান পদে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

স্টাফ করেসপন্ডেট
২৪ মার্চ,২০১৯