Home / সারাদেশ / পিবিআই পুলিশ সুপারের গাড়িচাপায় ৩ নারী শ্রমিক নিহত : আহত ৫
pbi-police-super-car-accident

পিবিআই পুলিশ সুপারের গাড়িচাপায় ৩ নারী শ্রমিক নিহত : আহত ৫

কুমিল্লায় পুলিশের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদেপড়ে তিন পথচারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার সংলগ্ন চান্দুল এলাকার ড্রাগন সুয়েটার এন্ড স্পিনিং মিলের সামনে ওই দুর্ঘটনা ঘটে।

ফেনী পিবিআই’র অতিরিক্ত পুলিশ সুপার মো: মনিরুজ্জামানকে বহনকারী একটি গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তায় পাশে দাঁিড়য়ে থাকা গার্মেন্টস শ্রমিকদের চাপা দিলে ৩ নারী শ্রমিক নিহত এবং আরও অন্তত ৫ জন আহত হয়েছে। নিহত শ্রমিকরা ওই কারখানার শ্রমিক ছিলেন। তবে ওই অতিরিক্ত পুলিশ সুপারসহ তার সাথে থাকা অন্যান্যরা সামান্য আহত হলেও সবাই নিরাপদে আছেন।

চৌদ্দগ্রাম মিয়া বাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মনজুরুল হক জানান, ফেনী পিবিআইয়ে কর্মরত অতিরিক্ত অতিরিক্ত পুলিশ সুপার মো: মনিরুজ্জামান ফেনী থেকে ঢাকায় ফিরছেলেন। বিকাল সাড়ে ৫ টার দিকে চানন্দুল এলাকায় তাকে বহরকারী গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে অপেক্ষমান নারী শ্রমিকদের চাপা দিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে ৮/৯ জন নারী শ্রমিক গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আনার সময় ৩ জনের মৃত্যু হয়।

নিহতরা হচ্ছে জেলার চৌদ্দগ্রাম উপজেলার সাতবাড়িয়া গ্রামের নাছিমা আক্তার (৩৬) এবং সদর দক্ষিণ উপজেলার জগপুর গ্রামের তানজিনা আক্তার (২৮) ও কাজল বেগম (৩২)।

আহতরা আহত শ্রমিকরা জানান, কারখানা ছুটি শেষে তারা গাড়ি জন্য অপেক্ষা করছিলেন, হঠাৎ পুলিশের গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে তাদের চাপা দিলে হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হলেও অতিরিক্ত পুলিশ সুপার এবং একই গাড়িতে থাকা একজন পুলিশ পরিদর্শক ও ২ জন কনস্টেবল সামান্য আহত হলেও বর্তমানে ওরা সবাই সুস্থ্য ও নিরাপদে রয়েছেন বলে হাইওয়ে পুলিশ জানিয়েছে।

এদিকে ওই দুর্ঘটনায় আহত অপর শ্রমিকদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রতিবেদক- ৩ জুন ২০১৯