Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে নিখোঁজ ফুটবলারকে ফিরে পেতে পরিবারের সংবাদ সম্মেলন
p conference in faridganj

ফরিদগঞ্জে নিখোঁজ ফুটবলারকে ফিরে পেতে পরিবারের সংবাদ সম্মেলন

জেলা পর্যায়ে মেধাবী ফুটবলার চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রিফাতুল ইসলাম। সে উপজেলার বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। চলতি বছরের গত ১৬ জানুয়ারি নিখোঁজ হয়। অদ্যবধি রিফাতুলের সন্ধান পাওয়া যাচ্ছে না।

বুধবার (১৯ জুন) বিকালে তার মা রওশন আরা রাণী সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশের গাফলতির বিষয়টি তুলে ধরেন।

তিনি লিখিত বক্তব্যে বলেন, ‘এ বছরের গত ১৬ জানুয়ারি তার ছেলে নিখোঁজ হয়। পরে ২৩ জানুয়ারি ফরিদগঞ্জ থানায় নিঁেখাজ বিষয়ে সাধারণ ডায়েরী করেন। পরবর্তীতে এই নিখোঁজের পিছনে স্থানীয় টুটুল পাটওয়ারী, জাকির হোসেন, চায়না বেগমসহ বেশ কয়েকজন জড়িত বলে তাদের কাছে সন্দেহ হওয়ায় গত ২০ ফেব্রয়ারি চাঁদপুর আমলী আদালতে অপহরণ মামলা দায়ের করেন। আদালত মামলাটি দায়ের পূর্বক থানা পুলিশকে তদন্ত করার নির্দেশ দায়ের করার পর থানা পুলিশ অজ্ঞাত কারণে গত ২০ মার্চ মামলাটি রের্কড করেন।

কিন্তু মামলা রের্কড হওয়ার প্রায় তিন মাস পার হয়ে গেলেও অদ্যবদি মামলা অগ্রগতি নেই। একদিকে আমার ছেলের হদিস নেই , অন্যদিকে মামলার আসামীরা প্রকাশ্যে ঘুরছে। ফলে আমরা আতংকে রয়েছি। ’

তিনি আরো বলেন, নিখোঁজ পুত্রের সন্ধানকে দ্রুত খুঁজে কোলে ফিরে দিতে আইনশৃংখলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের কাছে আবেদন করেন।

এ সময় রওশন আরা রানীর স্বামী ফারুকুল ইসলাম, বোন মনোয়ারা বেগম, মেয়ের ফারিয়া আক্তার, প্রতিবেশি জাহানারা বেগম, পারভীন বেগম , আয়েশা বেগম উপস্থিত ছিলেন।

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ জুন ২০১৯