ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে দিনব্যাপি অটিজম ওরিয়েন্টেশন কর্মশালা

ফরিদগঞ্জ উপজেলা অডিটরিয়ামে মঙ্গলবার (২৫ জুন) ন্যাশনাল একাডেমি ফর অটিজম এন্ড নিউরো ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ (ঘঅঅঘউ) মাধ্যমিক ও উচ্চ অধিদপ্তর শিক্ষা মন্ত্রনালয়ের আয়োজনে অটিজম ও নিউরো- ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ বিষয়ক দিনব্যাপি উপজেলা ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলি আফরোজের সভাপতিত্বে ও একাডেমিক সুপার-ভাইজার আব্দুল্লাহ আল মামুনের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এড.জাহিদুল ইসলাম রোমান।

তিনি বলেন, আমাদের সকলকে অটিজমদের বিষয়ে সচেতনতা বৃদ্ধিসহ তাদেরকে বিদ্যালয় গামি করে তুলতে হবে। উন্নয়নের অগ্রযাত্রায় অটিজমদের অংশিদারিত্ব করতে হবে। অটিজমদের সঙ্গে সকলে ভালো ব্যবহার মাধ্যমে মানষিক ভাবে প্রস্তুত করতে হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জিএস তছলিম,মাজুদা বেগম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মর্কতা ডা. মোঃ জাহাঙ্গীর আলম শিপন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ্ আলী রেজা আশ্রাফী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব ফরিদগঞ্জের সাবেক সভাপতি প্রভাষক মো. মহিউদ্দিন, সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন বেলাল।

কর্মশালায় শেসন পরিচালনার দায়িত্বে ছিলেন, চাঁদপুর সরকারী মহিলা কলেজের প্রভাষক আল আমিন ও সেলিনা পারভিন।

প্রতিবেদক- শিমূল হাছান
২৫ জুন ২০১৯

Share