Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলবে ‘নারায়নপুর টাওয়ার হাসপাতাল’ নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে : এমপি নুরুল আমিন
Nurul Amin
ফাইল ছবি

মতলবে ‘নারায়নপুর টাওয়ার হাসপাতাল’ নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে : এমপি নুরুল আমিন

চাঁদপুর মতলব দক্ষিণে আলহাজ্ব অ্যাড.নুরুল আমিন রুহুল এমপি বলেছেন, ‘নারায়নপুরের মতো এলাকায় বিনামূল্যে চক্ষু চিকিৎসার মাধ্যমে নারায়নপুর টাওয়ার হাসপাতাল এন্ড ট্রমা ডায়াগনস্টিক সেন্টার এক দৃষ্টান্ত স্থাপন করেছে। এ হাসপাতালের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের গরীব ও সাধারণ মানুষজন খুব সহজে চিকিৎসা সেবা নিতে পারবে।’

তিনি বলেন, একটি মানুষের বিভিন্ন অঙ্গের মধ্যে চক্ষু একটি মূল্যবান সম্পদ। যার চক্ষু নেই সে বুঝে তার যন্ত্রনা। তাই সকলকে চোখের প্রতি যত্মবান হতে হবে। ১ মার্চ(শুক্রবার) সকাল ১০ টায় লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ গ্রেটারের উদ্যোগে ৩ দিন ব্যাপি বিনামূল্যে চক্ষু চিকিৎসার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

“সবার জন্য দৃষ্টি চাই” এই শ্লোগানকে সামনে রেখে নারায়ণপুর টাওয়ার হসপিটাল এন্ড ট্রমা ডায়াগনস্টিক সেন্টারের আয়োজনে নারায়ণগঞ্জ ইসলামি হার্ট সেন্টারের কনসালটেন্ট ডা. নুরুল ইসলামের সভাপতিত্বে এবং ইউপি সদস্য শেখ ফজলুল করিম সেলিম ও মো. মাসুদ প্রধানের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা. সৈয়দ হামিদুল হক, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ একেএমএস ইকবাল।

নারায়নপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মবিন সুজন, টাওয়ার হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক শেখ নজরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নারায়ণপুর টাওয়ার হসপিটাল এন্ড ট্রমা ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান ডা. মহিবুর রহমান শাহাদাত।

এসময় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, নারায়নপুর বাজার বনিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম স্বপন মজুমদার, ইউপি চেয়ারম্যান সৈয়দ মনজুর হোসেন রিপন, নুরে আলম জিকু, ইব্রাহীম প্রধানসহ রাজনৈতিক, সামাজিক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত,এ চক্ষু চিকিৎসা ক্যাম্পে ৫শতাধিক রোগীর চিকিৎসা সেবার দুই শতাধিক রোগির চোখের ছানি অপারেশন করা হবে বলে জানান নারায়ণপুর টাওয়ার হসপিটাল এন্ড ট্রমা ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান ডা. মহিবুর রহমান শাহাদাত।

প্রতিবেদক:মাহফুজ মল্লিক
১ মার্চ,২০১৯