Home / আন্তর্জাতিক / প্রেসিডেন্ট মুরসিকে শহীদ আখ্যা দিয়ে যা বললেন তাঁর স্ত্রী
Nagla

প্রেসিডেন্ট মুরসিকে শহীদ আখ্যা দিয়ে যা বললেন তাঁর স্ত্রী

প্রেসিডেন্ট হাফেজ ড. মুহাম্মদ মুরসিকে শহীদ আখ্যা দিয়ে টুইটারে বিবৃতি দিয়েছে তার স্ত্রী নাগলা মাহমুদ। তিনি টুইটারে লিখেন ‘গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট ড. মুহাম্মদ মুরসি (র.) আল্লাহর নির্দেশে তাঁর জিম্মায় চলে গেছেন!

তিনি এমন অবস্থায় আল্লাহর নিকট চলে গেলেন, যখন তিনি ছিলেন আল্লাহর দ্বীনের একজন সাহায্যকারী, শাহাদাতের প্রত্যাশী এবং জুলুমের বিরুদ্ধে সোচ্চার এক প্রতিবাদী ব্যক্তিত্ব।

তিনি এমন অবস্থায় মৃত্যুবরণ করলেন, যখন তিনি ছিলেন তাঁর জাতির জন্য একজন সাহায্যকারী। অথচ তাঁর জাতির অনেকেই তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে।
তিনি এমন অবস্থায় মৃত্যুবরণ করলেন, যখন তিনি ছিলেন একজন সত্যের পতাকাবাহী, সত্যের ব্যাপারে অগ্রগামি কিন্তু কখনোই পশ্চাদগামী ছিলেন না।

তিনি এমন অবস্থায় মৃত্যুবরণ করলেন, যখন তিনি কোন ধরনের অসত্যের পদলেহন না করে ক্লান্তিহীন নিরলসভাবে ছয়টি বছর সত্যের ঝাণ্ডা উড্ডীন করে রেখেছিলেন। তিনি এমন অবস্থায় মৃত্যুবরণ করলেন, যখন তিনি ছিলেন একজন মহান মর্যাদার অধিকারী ব্যক্তিত্ব।

আল্লাহ তাঁকে ভালোবেসে যুগের এই নিফাকী খিয়ানত এবং হীনতা থেকে মুক্ত করে তাঁর কাছে উঠিয়ে নিয়েছেন।

আল্লাহ তাঁকে এমনভাবে উঠিয়ে নিয়েছেন, যেন তিনি আমাদের নবী সাইয়্যেদিনা ইয়াহইয়া ও ঈসা (আ.) এর দৃষ্টান্তের ন্যায় এ যুগের দৃষ্টান্ত হতে পারেন। যেমন দৃষ্টান্ত হয়ে আছেন আসহাবুল উখদুদ ও হাবিবে নাজ্জার।

দাওয়াতী কর্ম ও আমানতের দায়িত্ব পালনের পর আল্লাহ তায়ালা তাঁকে তাঁর সর্বোত্তম সাথীর (আল্লাহর) নিকট সুমহান জান্নাতুল ফিরদৌসে উঠিয়ে নিয়েছেন।

হে বিশ্বাস ঘাতকের সহচররা, তোমরা সুসংবাদ গ্রহণ করো ! অচিরেই তোমাদেরকে এমন এক বিভীষিকা গ্রাস করবে যা থেকে তোমরা মুক্ত হতে পারবেনা।
অচিরেই আপতিত হবে তোমাদের উপর ভয়ংকর এক আযাব।

তোমরা আরও সুসংবাদ(!) গ্রহণ করো যে, কিয়ামত পর্যন্ত যত প্রজন্ম পৃথিবীতে আসবে তাদের মধ্যে যারা শিক্ষা গ্রহণ করতে চায় এমন প্রত্যেকের জন্য তোমরা এক শিক্ষা (নিকৃষ্ট দৃষ্টান্ত) হয়ে থাকবে।

হে শহীদ! আপনি আজ জান্নাত পানে… (আপনার রবের সাথে) কত উত্তম ব্যবসা-ই না আপনি করেছেন, হে শহীদ…!

টুইটটি *অনুবাদক করেছেন রবিউল হাসান।
১৮ জুন ২০১৯