Home / চাঁদপুর / চাঁদপুরে বিতর্কিত ইমামকে নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ
songhorsho
প্রতীকী ছবি

চাঁদপুরে বিতর্কিত ইমামকে নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ

চাঁদপুর মসজিদের বিতর্কিত ইমামকে নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে ৪জন আহত হয়েছেন। শনিবার (০১ জুন) বিকেলে সদর উপজেলার বালিয়া ইউনিয়নের গুলিশা গ্রামের খান বাড়ি জামে মসজিদের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় প্রবাসী আবুল বাসার (৫০), রশিদ গাজী (৭৫) ও আমজাদ হোসেন (৬৫) কে রক্তাক্ত অবস্থায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

আহতদের আত্মীয় আবুল মিজি জানান, কিছুদিন আগে খান বাড়ি জামে মসজিদের ইমাম গোপালগঞ্জ জেলার সিরাজুল ইসলাম মক্তবে পড়তে আসা কয়েকজন নাবালিকা শিশুর শ্লীলতাহানী করে। এই ঘটনায় নাসির মিজি বাদী হয়ে বালিয়া ইউনিয়ন পরিষদে একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে উভয় পক্ষকে পরিষদে এনে সালিসি বৈঠক করলে ইমাম সিরাজুল ইসলাম দোষী সাব্যস্ত হয়। তারপর থেকে ইমাম সিরাজুল ইসলামকে মসজিদ থেকে বাদ দেয়া হয়। কিন্তু ইমামের পক্ষ নিয়ে মসজিদ কমিটির সভাপতি রসিদ গাজী বাদী ও সাক্ষীদের সাথে পরামর্শ করে।

আর এ দৃশ্য দেখে শনিবার দুপুরে যোহর নামাজ শেষে পূর্বের সেই ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মাঝে বাকবিতণ্ডা হয় এবং একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে আহতরা সবাই একই বাড়ির চাচাতো জেঠাতো ভাই। আহতরা বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

করেসপন্ডেন্ট
১ জুন ২০১৯