Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়া এডিসি ও ইউএনওর উপস্থিতিতে ডেঙ্গু সচতেনতায় আলোচনা সভা
moshok-nidhon-kachua

কচুয়া এডিসি ও ইউএনওর উপস্থিতিতে ডেঙ্গু সচতেনতায় আলোচনা সভা

‘নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে মিলে সুস্থ্য থাকি’ এ স্লোগানে চাঁদপুরের কচুয়ায় পালাখাল মডেল ইউনিয়নে বৃহস্পতিবার (৮ আগস্ট) মশক নিধন, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা বাড়াতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন সোহাগের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (উপ-সচিব) মো: মঈনুল হাসান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ডেঙ্গু মশা নিয়ে আতঙ্কিত না হয়ে প্রত্যেককে সচেতন থাকতে হবে। বিশেষ করে নিজের বাসাবাড়ি আঙ্গিনা ও আশপাশের জায়গায় পরিস্কার রাখতে হবে।

ইউপি সচিব মৃনাল কান্তি পোদ্দারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা আফরোজ,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুমন দে।

একই দিনে ৮নং কাদলা ইউনিয়নে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম লালুর সভাপতিত্বে মশক নিধন,ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা বৃদ্ধিমূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউএনও নীলিমা আফরোজ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন অ্যাসিল্যান্ড রুমন দে,ওসি ওয়ালী উল্যাহ অলি,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম ও উপজেলা তথ্য সেবা অফিসার শারমিন সুলতানা প্রমুখ। এসময় ইউপি সদস্যবৃন্দ সহ এলাকার গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু, ৮ আগস্ট ২০১৯