Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / কলেজছাত্রীর প্রতিবাদে মাফ চাইতে বাধ্য হলো বেপরোয়া চালক -ভিডিও
mithila-montaha-post

কলেজছাত্রীর প্রতিবাদে মাফ চাইতে বাধ্য হলো বেপরোয়া চালক -ভিডিও

ঢাকায় এক কলেজছাত্রীর প্রতিবাদের মুখে পা ধরে মাফ চাইতে বাধ্য হয়েছে গাবতলি মিনি বাস মালিক সমিতি পরিচালিত যাত্রীবাহী বাসের বেপরোয়া চালক। বাসটির রেজিঃ নং- ঢাকা মেট্রো-ব ১১-৭৪১৯

সোমবার (১৮ মার্চ) দুপুরে ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটেছে বলে ভিকটিম ছাত্রীর ফেসবুক ওয়াল থেকে জানা গেছে।

এ নিয়ে বিজিবি পরিচালিত পিলখানার বীরশ্রেষ্ঠ মুন্সিী আবদুর রউফ পাবলিক কলেজের এইচএসসি পরীক্ষার্থী মিথিলা মুনতাহা তার ফেসবুক ওয়ালে জানায়, ‘আইসিটি প্র্যাক্টিকেল এক্সাম (তথ্যপ্রযুক্তি বিষয়ের ব্যবহারিক পরীক্ষা) দিয়ে বাসায় আসার সময় প্রেসক্লাবের সামনে গাবতলি মিনি বাস মালিক সমিতির একটা বাস আমাদের রিকশায় ধাক্কা দেয়। প্রথমবার ধাক্কা দেয়ার পর আমরা কিছু বলি নাই। পরে সেগুনবাগিচার সিগনাল ছাড়ার পর বাসটা আবার আমাদের রিকশায় ধাক্কা দেয়। দ্বিতীয় বার ধাক্কায় রিকশার ডান দিকে ধাক্কা দেয় এতে রিকশার একপাশ বেঁকে যায়।’

এরপরে ঘটনা তিনি ভিডিওতে ধারণ করে এবং সেটি দপুর ১২ টা ২২ মিনিটে তাঁর ফেসবুক ওয়ালে প্রকাশ করেন।

ভিডিওতে দেখা যায় মিথিলা মুনতাহা তার সহপাঠিকে নিয়ে বাসটিতে উঠে চালককে থামাতে বলে। কিন্তু চালক বাসটি না থামিয়ে চলে যেতে চাইলে তাদে চিৎকার চেঁছামেছিতে একপর্যায়ে বাসটি থামায় এবং ভিকটিম ছাত্রীর পা ধরে ক্ষমা চেয়ে পার পেয়ে।

এ বিষয়ে ট্রাফিক পুলিশকে জানানো হয়েছে কিনা এমন প্রশ্নে মিথিলা মুনতাহা অভিযোগ করে বলেন, বাস থেকে নামার পর ট্রাফিক পুলিশ কে আমরা সব জানানোর পর উনি বলেন “তোমাদের উপর গাড়ি চালালে আমার কি করার আছে।”

ভিডিও প্রসঙ্গে মিথিলা মুনতাহা বলেন, ‘মাফ চাওয়ার জন্যে চালককে অভিনন্দন। আমার পা ধরে মাফ চাওয়ার পর যদি শিক্ষা হয় তাহলে কৃতজ্ঞ থাকবো।’

চালকের সাথে বাকবিতণ্ডার ভিডিওটি তিনি #নিরাপদ সড়ক চাই হ্যাশ ট্যাগ দিয়ে ফেসবুকে পোস্ট করেন এবং এটি প্রকাশের জন্যে চাঁদপুর টাইমসকে অনুরোধ জানান।

প্রসঙ্গত, মিথিলা মুনতাহা চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।

ভিডিওটি দেখুন-

চাঁদপুর টাইমস রিপোর্ট
১৮ মার্চ, ২০১৯