২০১৮-১৯ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র মানবকণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, ফলাফল অধিদফতরের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। এ ছাড়াও শিক্ষার্থীদের মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে ফল পাঠানো হচ্ছে। ফল জানতে শিক্ষার্থীদের www.dghs.gov.bd এই ঠিকানায় যোগাযোগের অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
৫ অক্টোবর সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের (২০১৮-২০১৯ শিক্ষাবর্ষ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য অধিদফতরের অধীনে কেন্দ্রীয়ভাবে রাজধানীসহ সারাদেশের ১৯টি কেন্দ্রের ২৭টি ভেন্যুর ৮১৪টি কক্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। চলতি বছর ভর্তি পরীক্ষায় আবেদনকারী ৬৫ হাজার ৯১৯ জনের মধ্যে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ৬৩ হাজার ২৬ জন।
প্রসঙ্গত, ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রে নেয়া পরীক্ষায় পাস নম্বর ৪০। ৪০ নম্বর পেয়ে সরকারি ও বেসরকারি উভয় মেডিকেল কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন ২৪ হাজার ৯শ’৬৮ জন।
বার্তা কক্ষ
৭ অক্টোবর, ২০১৮ রোববার
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur