Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / ভোটে ভাইস চেয়ারম্যান বিনাভোটে চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান বিজয়ী
matlab-upzila-parishad
চেয়ারম্যান পদে উপজেলা আ’লীগের সভাপতি এ.এইচ.এম গিয়াস উদ্দিন, ভাইস চেয়ারম্যান পদে মোঃ মুবিন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফেরদৌসী আক্তার রুনু নির্বাচিত।

ভোটে ভাইস চেয়ারম্যান বিনাভোটে চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান বিজয়ী

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা ভোটে চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানম, ভোটে ভাইস চেয়ারম্যান (পুরুষ) নির্বাচিত হয়েছেন।

বিজয়ীরা হলেন, চেয়ারম্যান পদে উপজেলা আ’লীগের সভাপতি এ.এইচ.এম গিয়াস উদ্দিন, তালা প্রতীকে মোঃ মুবিন সুজন ৫০ হাজার ৫’শ ৩৮ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী ফেরদৌসী আক্তার রুনু বিনাভোটে নির্বাচিত হন।

ভোটের দিন সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত একটি পদে বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলার ১ লা ৬১ হাজার ২’শ ৪৮ জন ভোটারের মধ্যে ৫৭ হাজার ৭’শ ৬১ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে দাবি করেছে নির্বাচন কমিশন।

নির্বাচনে ৪ জন প্রার্থী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে তালা প্রতীকে মোঃ মুবিন সুজন ৫০ হাজার ৫’শ ৩৮ ভোট পেয়ে নির্বাচিত হন।

এদিকে তফসিল ঘোষণার পর চেয়ারম্যান পদে একমাত্র এ.এইচ.এম গিয়াস উদ্দিন মনোনয়নপত্র সংগ্রহ করেন। চেয়ারম্যান পদে আর কোন প্রার্থী না থাকায় এ পদে কোন ভোট গ্রহণ হয়নি।

তফসিল অনুযায়ী ভোটের দিন সহকারী উপজেলা রিটার্নি কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল ইসলাম বেসরকারী ভাবে বিজয়ী ঘোষনা করেন। নারী ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। তন্মেধ্যে ১ জন ঋন খেলাপীর দায়ে প্রার্থীতা বাতিল এবং ১ জন তার প্রার্থীতা প্রত্যাহার করে নেন।

নারী ভাইস চেয়ারম্যান পদেও প্রতিদ্বন্দ্বী না থাকায় ভোট গ্রহন অনুষ্ঠিত হয়নি। নারী ভাইস চেয়ারম্যান হিসেবে ফেরসৌদী আক্তার নুরুকেও বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়।

এদিকে উপজেলা নির্বাচনে ৩টি পদের মধ্যে চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সাধারণ ভোটার ও নেতা কর্মীদের মধ্যে উৎসব আমেজ দেখা যায়নি। ভোটারদের উপস্থিতিও ছিল কম।

মতলব ডিগ্রি কলেজ, লেজকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় বহরী উচ্চ বিদ্যালয়, মুন্সিরহার উচ্চ বিদ্যালয়, মুন্সিরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়, বরদিয়া কাজী সুলতান আহম্মেদ উচ্চ বিদ্যালয়, কাশিমপুর পুরণ উচ্চ বিদ্যালয়, খাদেরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাশিকাপুর উচ্চ বিদ্যালয়, পয়ালী কেবিএম উচ্চ বিদ্যালয়সহ বেশ কটি কেন্দ্র ঘুরে এমনই চিত্র দেখা যায়। তবে দুপুরের পর ভোটাদের উপস্থিতি কিছুটা বৃদ্ধি পায়।

তবে কোন কেন্দ্রেই অপ্রতিকর ঘটনা ঘটেনি। নির্বাচনকে ঘিরে নির্বাহী ম্যাজিস্ট্যাট, র‌্যাব, বিজিবি, পুলিশ, আনসারসহ বিপুল সংখ্যাক আইন-শৃঙ্খলা বাহিনী নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।

স্টাফ করেসপন্ডেন্ট,
২৪ মার্চ, ২০১৯