Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলবে দু’টি মসজিদসহ অন্তত অর্ধশত বসতঘর লণ্ডভণ্ড
fani affect matlab
ছবি-চাঁদপুর টাইমস

মতলবে দু’টি মসজিদসহ অন্তত অর্ধশত বসতঘর লণ্ডভণ্ড

চাঁদপুর মতলব উত্তরের চরাঞ্চল বোরোচর,চর উমেদ,বাহের চর,চর ওয়েষ্টারে ঘূর্ণিঝড় ফণী’র আঘাতে দু’টি মসজিদসহ প্রায় ৪০ টি বসতঘর লন্ডভন্ড হয়ে গেছে। ক্ষতিগ্রস্থ পরিবারগুলো এখন প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে।

শনিবার (৪ মে) ভোর পৌনে ৪টার দিকে ফণী’র ঝড়ো বাতাসে বোরোচর এলাকায় এ ঘটনাটি ঘটে। ঘরে থাকা আসবাবপত্রও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

জানা যায়, এখলাছপুর ইউনিয়নের বোরোচর এলাকার হাশেম সর্দার, লোকমান সর্দার, সুরিয়া বেগম, শাহাদাত হোসেন, জাকির সর্দার,বাচ্চু সরকারসহ চরকাশিম বোরোচর এলাকার ২০টি বশত ঘরবাড়ি ও দু’টি মসজিদ ঘূর্ণিঝড় ফণী’র আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে।

স্থানীয় ইউপি সদস্য মো. জাফর উল্লাহ জানান, রাত ৩ টা ৪০ মিনিট দিকে অনেক জোড়ে বাতাস বইতে থাকে। বাতাসের সাথে বৃষ্টিও হয়েছে। এই ঝড়ে আমার প্রায় ৪০ টি বসতঘরের চাল, বেড়া তছনছ হয়ে গেছে। আমি পুরো ওয়ার্ডের ক্ষতিগ্রস্থদের তালিকা করছি। শেষ হলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে।
তিনি আরো জানান, দুইটি টিনশেড মসজিদের চালা উড়ে গেছে। আর এ পর্যন্ত ৪০ টি বসতঘর ভেঙ্গে যাওয়ার খবর পেয়েছি। এছাড়াও রান্না ঘর-গোয়ালও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় বাসিন্দা সানা উল্লাহ মাস্টার জানান, ফণী’র ঝড়ে ঘর বাড়ি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বসতঘর, রান্নাঘর, টিনের মসজিদ, বাজারের দোকানপাট উড়িয়ে নিয়ে গেছে। ঘরে থাকা খাট, সুকেস, আলমিরাসহ ফার্ণিচার ব্যাপক ক্ষতি হয়েছে। রাত ৩টা ৪০ মিনিট দিকে হঠাৎ ঝড়ো বাতাস শুরু হয়। যাদের ঘর উড়ে গেছে তারা আপাতত প্রাইমারি স্কুলে আশ্রয় নিয়েছে।

উপজেলার এখলাছপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুছাদ্দেক হোসেন মুরাদ বলেন, আমার ইউনিয়নের বোরোচর এলাকায় রাতে ঝড়-তুফানে অনেক ঘর-বাড়ি উড়িয়ে নিয়ে গেছে। নির্দিষ্ট ক্ষতির পরিমাণ বলতে পারছি না, তবে তালিকা করছি। পাশাপাশি ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বিভিন্ন সহায়তা দেয়া হচ্ছে। পরবর্তীতে আমরা ঘর তোলার জন্য সহায়তা করবো।

মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শারমিন আকতার জানান,মতলব উত্তর উপজেলার চরাঞ্চল বাহের চর, বোরোচর, চর উমেদে শুক্রবার রাতে প্রচন্ড ঝড়ে ঘরবাড়ি, মসজিদ ক্ষয় ক্ষতি হয়েছে। এতে প্রায় ৪০ টির মতো বসত ঘরের চাল উড়ে গেছে। তিনি জানান,আমরা মোবাইলে সার্বক্ষণিক মনিটরিং করছি।

চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড: নুরুল আমিন রুহুল বলেন,ঘূর্নিঝড়ে ক্ষতি গ্রস্তদের সরকারি ভাবে এবং আমার ব্যক্তি গত পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা করা হবে।যাদের ঘর নেই, তাদের ঘর তৈরি করে দেয়া হবে।

প্রতিবেদক:কামাল হোসেন খান
৪ মে ২০১৯