Home / চাঁদপুর / চাঁদপুরে ইউপি সচিবদের মাঝে মোবাইল সেট ও পরিচয়পত্র বিতরণ
lgsp-project-program

চাঁদপুরে ইউপি সচিবদের মাঝে মোবাইল সেট ও পরিচয়পত্র বিতরণ

ইউপি সচিবগনের অনলাইন সিস্টেমে স্টীম এন্ট্রিকরণ কৌশল অবহিত করণ, মোবাইল সেট ও পরিচয়পত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (৬ মার্চ) বিকেলে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এলজি,এসপি-৩এর আওতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান।

তিনি বলেন, স্বপ্নের বাংলাদেশ আমাদেরকে সততার মধ্য দিয়ে নিজের পেশাদার দায়িত্ব পালন করতে হবে। মন থেকে কর্মস্হলকে ভালোবাসতে হবে। প্রত্যেকে যার যার কর্মস্থলে গিয়ে যদি মানুষের সেবা করতে হবে সাধারণ মানুষকে ভালোবাসতে হবে। তাহলে কর্মস্হলে সবার ভালো লাগবে।

ইউপি সচিবদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, ‘নিজেরা দুর্নীতি করবেন না, কোনো দুর্নীতির কর্মকাণ্ডকে প্রশয় দিবেন না।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শওকত ওচমানের সভাপত্বিতে আরো বক্তব্য রাখেন, পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ আবদুল জলিল, রবি কোম্পানির কুমিল্ললা জোনের কর্মকর্তা আবদুল রব বারী, বাাংলাদেশ ইউনিয়ন পরিষদ সমিতি ( বাপসা) চাাঁদপুর জেলাা শাখাার সাবেক সভাপতি আবদুল কাদির, ববর্তমান সভাপতি সুলতান মাহমুদ, সহ সভাপতি বশির উল্লাাহ খন্দকার, সাধারণ সম্পাদক এম এ কুুদ্দুছ রোকন, যুগ্ন সম্পাদক মহিবুবুল আহসান নিপু, সাংগঠনিিক সম্পাদক মো. ছালামত উল্যাহ খান, প্রচার সম্পাদক ইব্রাহীম খলিল, অর্থ সম্পাদক মহিউদ্দিন সোহেল।

স্টাফ করেসপন্ডেন্ট
৬ মার্চ, ২০১৯