Home / শীর্ষ সংবাদ / লাকসামে সিএনজি চালককে জবাই করে হত্যা : আটক ছিনতাইকারী চাঁদপুরের
Driver murder

লাকসামে সিএনজি চালককে জবাই করে হত্যা : আটক ছিনতাইকারী চাঁদপুরের

কুমিল্লার লাকসামে সিএনজি চালিত অটোরিকশা চালককে ছুরি দিয়ে জবাই করে হত্যা করেছে ছিনতাইকারীরা। শুক্রবার (৫ এপ্রিল) রাতে ১০টার সময় লাকসাম-মুদাফরগঞ্জ সড়কের নোয়াপাড়া নামক স্থানে হত্যার ঘটনাটি ঘটে।

এই ঘটনার পর ফারুক হোসেন ওরফে ফয়সল নামে এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। তার বাড়ি চাঁদপুর জেলায়।

সিএনজি চালিত অটোরিকশা চালক মনির হোসেন (৪২) লালমাই উপজেলার কসরাইশ গ্রামের মৃত নুরুল হকের ছেলে।

লাকসাম থানার ওসি মনোজ কুমার দে জানান, শুক্রবার রাত ১০টার সময় লাকসাম রেলওয়ে জংশন থেকে যাত্রী বেশে ৬ জন ছিনতাইকারী মুদাফরগঞ্জের উদ্দেশ্যে মনিরের সিএনজিতে উঠে। তারপর লাকসাম-মুদাফরগঞ্জ সড়কের নোয়াপাড়া নামক স্থানে পৌঁছলে একটি নির্জন জায়গায় অবস্থান নিয়ে চালকের কাছে থাকা অর্থ ও সিএনজি চালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা চালায়। তখন চালক ওই ৬ জনের সাথে দস্তাদোস্তির এক পর্যায়ে ছিনতাইকারীরা মনিরের গলায় চুরি চালায়।

পরবর্তীতে ছিনতাইকারীরা ঘটনাস্থলে থেকে পালাতে গিয়ে ফারুক হোসেন ওরফে ফয়সাল নামে এক ছিনতাইকারীর সদস্য জনতার কাছে আটক হয়।

ওসি আরও জানান, এই ঘটনায় অটোরিকশা চালিত অটোরিকশা চালক মনিরের স্ত্রী আলেয়া বেগম বাদী হয়ে একটি মামলা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

বার্তা কক্ষ
৮ এপ্রিল,২০১৯