Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় ভবনের অভাবে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত
কচুয়ায় ভবনের অভাবে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত

কচুয়ায় ভবনের অভাবে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত

চাঁদপুর কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম প্রায় তিন বছর আগে পুরাতন ভবন পরিত্যক্ত ঘোষণা করে উপজেলা শিক্ষা অফিস। নতুন ভবনের ক্লাস রুম সংকটের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে পাঠদান চলছে শিক্ষার্থীদের ।

স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর অভিযোগ আরো একটি নতুন একাডেমীক ভবন হলে পাঠদান বদলে যাবে এ বিদ্যালয়ের।

জানা গেছে, ১৯৬৯ সালে তৎকালিন সময়ে কচুয়া উপজেলার রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা হয়। বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে শিক্ষা দিক্ষা ও সাংস্কৃতিতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব লাভ করে আসছে।

বিশেষ করে বিগত কয়েক বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় শতভাগ পাশসহ শিক্ষার্থীরা বৃত্তি পেয়ে এলাকাবাসীকে সন্তোষজনক ফলাফল উপহার দিয়ে আসছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আশিকুর রহমান বলেন, বিদ্যালয়ে বর্তমানে ৭ জন শিক্ষক ও প্রায় তিন শতাধিক শিক্ষার্থী রয়েছে। একটি ভবন থাকলেও আরো একটি ভবনের অভাবে পাঠদান অনেকটা ব্যাহত হচ্ছে।

বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও কাদলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম বলেন, বিদ্যালয়ের পুরাতন ভবনটি অধিক ঝুকিপূর্ণ হওয়ায় কয়েক বছর পূর্বে পরিত্যক্ত ঘোষণা করা হয়। কিন্তু বর্তমানে একটি ভবন নির্মাণ সময়ের দাবিতে পরিনত হয়েছে।

এ বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অচিরেই বিবেচনা করে নতুন একটি ভবন নির্মান করতে সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু
৬ ফেব্রুয়ারি,২০১৯