Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের ১২ শিক্ষক-কর্মচারীকে বিদায়ী সংবর্ধনা

কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের ১২ শিক্ষক-কর্মচারীকে বিদায়ী সংবর্ধনা

চাঁদপুরের কচুয়া বঙ্গবন্ধু সরকারী ডিগ্রি কলেজের সাবেক উপাধ্যক্ষ মো. সোলেমান মিয়াসহ ১২ জন শিক্ষক কর্মকর্তা-কর্মচারীকে চোঁখের জলে অবসর জনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কলেজ মিলনায়তনে অধ্যক্ষ শাহ মো. জালাল উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির।

কলেজের সহযোগী অধ্যাপক মুহাম্মদ শাহাদাত হোসেন ও সহকারী অধ্যাপক অপর্না রানী দেব এর যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভ, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম,কচুয়া প্রেক্লাবের সাবেক সভাপতি আবুল হোসেন ও উপজেলা ক্রীড়া সংস্থা’র সাধারন সম্পাদক সনতোষ চন্দ্র সেন প্রমুখ।

বক্তব্য রাখেন, বিদায়ী উপাধ্যক্ষ মো. সোলাইমান মিয়া,অধ্যাপক মো. মোসলে উদ্দিন, মো.রুহুল আমিন মজুমদার, নূরুন নাহার খানম, আবুল কামাল আজাদ, মোস্তফা জামান, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোসলেহ উদ্দীন রিমু, সাধারণ সম্পাদক আরিফুল ইসলামসহ আরো অনেকে। পরে অথিথিদের সম্মাননা ক্রেস্ট, বিদায়ী উপাধ্যক্ষসহ অন্যান্যদের শিক্ষক-কর্মচারীদেরকে বিদায়ী ক্রেষ্ট তুলে দেন অতিথিবৃন্দ। এসময় কলেজের শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী, সাংবাদিক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক : জিসান আহমেদ নান্নু, ৭ নভেম্বর ২০১৯